খালি পা, আদিবাসী পোশাকে পদ্মশ্রী নিলেন ‘জঙ্গলের এনস্লাইকোপিডিয়া’ তুলসি গৌড়া Updated: 09 Nov 2021, 06:58 PM IST Ayan Das সামাজিক কার্যের জন্য পদ্মশ্রী পেলেন তুলসি গৌড়া। সোমবার তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। খালি পায়ে পুরস্কার গ্রহণ করেন ওই পরিবেশবিদ। তাঁর কীর্তি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার জগতে ভাইরাল হয়ে গিয়েছে।