শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবোদয় বিদ্যালয় সমিতি। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনের তারিখ: ২ জুলাই ২০২২ থেকে আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ আগামী ২২ জুলাই ২০২২।মোট শূন্যপদের সংখ্যামোট ১,৬১৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে?প্রিন্সিপাল- ১২টি পদপিজিটি-বায়োলজি- ৪২টি পদকেমিস্ট্রি- ৫৫টি পদকমার্স- ২৯টি পদইকোনমিকস- ৮৩টি পদইংরেজি- ৩৭টি পদভূগোল- ৪৭টি পদহিন্দি- ২০টি পদইতিহাস- ২৩টি পদম্যাথমেটিকস- ২৬টি পদফিজিকস- ১৯টি পদকম্পিউটার সায়েন্স- ২২টি পদটিজিটি-ইংরেজি- ১৪৪টি পদহিন্দি- ১৪৭টি পদম্যাথমেটিকস- ১৬৭টি পদসায়েন্স- ১০১টি পদসোশ্যাল সায়েন্স- ১২৪টি পদটিজিটি (তৃতীয় ভাষা)- ৩৪৩টি পদসঙ্গীত শিক্ষক- ৩৩টি পদআর্ট শিক্ষক- ৪৩টি পদপিইটি পুরুষ- ২১টি পদপিইটি মহিলা- ২১টি পদলাইব্রেরিয়ান- ৫৩টি পদনির্বাচন প্রক্রিয়া: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষার পর আছে পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডও।আবেদনের লিঙ্ক: ক্লিক করুন এই লিঙ্কে প্রিন্সিপাল পদে শুধুমাত্র দিল্লি এনসিআর-এ পরীক্ষা হবে।