চিআইএসএলের প্রথম ম্যাচ🐭ে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ড্র। পরের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে দুরন্ত জয়। ওই ম্যাচে দলের অধিনায়ক ক্লেটন সিলভার অনবদ্য ফ্রিকিক লাল হলুদ দলকে জয় এনে দিয়েছিল। বুধবার তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত ব্রিগেডের সামনে বেঙ্গালুরু এফসি। এই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে মরিয়া লাল-হলুদ বাহিনী।
ইস্টবেঙ্গলের মতো শুরুটা ভালো করতে পারেনি বেঙ্গালুরু। তারা পরপর দুই ম্যাচ হেরে বসে রয়েছে। তবে লাল-হলুদ কোচ কিন্তু নিজের প্রাক্তন দল নিয়ে সতর্ক। ব🐓েঙ্গালুরুর ঘরের মাঠে তাদের বাড়তি সমীহ করছেন কুয়াদ্রাত। এই বেঙ্গালুরুকেই আইএসএল চ্যাম্পি𒁏য়ন করিয়েছিলেন স্প্য়ানিশ কোচ। এখন সেই দলের বিরুদ্ধেই তাঁকে কষতে হচ্ছে কঠিন স্ট্র্যাটেজি।
আইএসএলে বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে যত বারই দেখা হয়েছে, জমে উঠেছে ফুটবলের লড়াই। ছ’বারের মুখোমুখিতে বেঙ্গালুরু জিতেছে দু’বার। ইস্টবেঙ্গল তিন বার। বাকি একবার ড্র হয়েছে। গত মরশুমে লিগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের ১-০জয়ের কথা নিশ্চয়ই ভোলেননি সমর্থকেরা ফিরতি ম্যাচেও ২-১-এ জেতে তারা। ২১-২২ মরশুমে একবার ১-১ ড্র হয় ও পরের বার সুন𓆏ীল ছেত্রীর গোলে জেতে বেঙ্গালুরু। ২০২০-২১ মরশুমে প্রথমে ম্যাটি স্টাইনমানꦆের গোলে জেতে লাল-হলুদ বাহিনী এবং ফিরতি লিগে দেবজিৎ মজুমদারের আত্মঘাতী গোল এবং ক্লেটন সিলভার গোলে জেতে বেঙ্গালুরু।
এবার☂ বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদেরই হাতছাড়া করা দুই প্রধান অস্ত্র- কুয়াদ্রাত এবং ক্লেটনই বর্তমান লাল-হলুদের জয়ের মূল কাণ্ডারি। একꦅজনের মগজাস্ত্র, অন্যজনের গোলের খিদে- দুইয়ে মিলে সাফল্যের মালা গাঁথা লাল-হলুদের। তবে ঘরের মাঠে পয়েন্ট পেতে মরিয়া থাকবেন সুনীল ছেত্রীরা। তাই ম্যাচটি কোনও দলের কাছেই খুব সহজ হবে না।
এখন জেনে নিন এই ম্য়াচ কোথায়, কী ভাবে, কোন চ্যানেলে দেখবেন, এই ম্যাচের ফ্রি লাইভ-স্ট্রিমিং-ই বা কী ভাবে দেখা যাবে:
কোথায়, কবে হবে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরুর এফসি-র মধ্যে ম্যাচটি?
বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গলের মধ্যে ২০২৩-২৪ আইএসএলের ম্যাচটি ৪ অক্টোবর (বুধবার) বেঙ্গালಞুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরুর এফসি-র মধ্যে আইএসএলের ম্যাচটি কখন শুরু হবে?
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরুর 🐟এফসি-র মধ্যে আইএসএলের✅ ম্যাচটি ভারতীয় সময়ে রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরুর এফসি-র মধ্যে আইএসএলের ম্যাচটি ভারতের কোন টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে?
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরুর এফসি-൩র মধ্যে আইএসএলের ম্যাচটি স্পোর্টস ১৮ চ্যানেলে (টিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
কী ভাবে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরুর এফসি-র মধ্যে আইএসএলের ম্যাচটির ফ্রি-তে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন?
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরুর এফসি-র মধ্যে আইএসএলের ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে হলে, JioCinema অ্যাপ ডাউনলোড করতে হবে। আর🐓 JioCinema-তেই দেখা যাবে ফ্রি-তে লাইভ স্ট্রিমিং। এছাড়🐻া HT বাংলায় এই ম্যাচের লাইভ আপডেট পাবেন আপনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।