নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম দু'দিনে দাপট দেখায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে সস্তায় গুটি๊য়ে দেয় ভারত। পালটা ব্যাট করতে নেমে রোহিতরা ইতিমধ্যেই বড় রানের লিড নিয়েছেন। তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ঘাড়ে আরও বড় রানের বোঝা চাপিয়ে দিতে পারলে ভারতের প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা বাড়বে সন্দেহ নেই। কেননা, নাগপুরের পিচে খেলা যত গড়াবে, স্পিনারদের সামলানো ততই মুশকিল হয়ে দাঁড়াবে।
দ্বিতীয় দিনের খেলা শেষ
১১৩.৫ ওভারে ন্যাথন লিয়ঁর বলে স্লিপে রবীন্দ্র জাদেজার ক্যাচ ছাড়েন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩২১ রান তোলে। তারা সাকুল্যে ১১৪ ওভার ব্যাট করে জাদেজা অপরাজিত থাকেন ব্যক্তিগত ৬৬ রানে। ১৭০ বলের ইনিংসে তিনি ৯টি চার🅷 মেরেছেন। অক্ষর প্যাটেল নট-আউট থাকেন ব্যক্তিগত ৫২ রানে। তিনি ৮টি চার মেরেছেন। ভারতের হাতে লিড রয়েছে ১৪৪ রানের। টড মার্ফি ৮২ রানে ৫টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি অক্ষর প্যাটেলের
৮টি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অক্ষর প্যাটেল। ১১১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৩১৪ রান। ভারতের হাতে লিড রয়েছে ১৩৭ রানের। জাদেজা ৬১ ও অক্ষর ৫০ রা𝐆নে ব্যাট করছেন।
৩০০ টপকাল ভারত
১০৫তম ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি টপকে যায়। ১০৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৩০৩ রান। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ভারত ইতিমধ্যেই ১২৬ রানে এগিয়ে রয়েছে। জাদেজা ৫৮ ও অক্ষর প্য🥂াটেল ৪২ রানে ব্যাট করছেন।
জমাট জুটি জাদেজা-অক্ষরের
১০৩ ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১৯২ রান সংগ্রহ করেছে। জাদেজা ১৪৪ বলে ৫৭ রান করেছেন। ৬২ বলে ৩২ রান ক♎রেছেন অক্ষর প্যাটেল।
ভারতের লিড ছুঁল ১০০
৯৮ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৭৭ রান সংগ্রহ করেছে। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ১০০ রানের। জাদেজা ১৩০ বলে ৫৭ রান করেছেন। মেরেছেন ৮টি চার। ৪৬ বলে ১৭ রান করেছেন অক্ষর প্য🌞াটেল। মেরেছেন ২টি চার।
হাফ-সেঞ্চুরি জাদেজার
৭টি বাউন্ডারির সাহায্যে꧅ ১১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। ৯৩ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২৫৭ রান। টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৮০ রানের। জাদেজা ৫০ ও অক্ষর প্যাটেল ৪ রানে ব্য൲াট করছেন।
২৫০ ছুঁল ভারত
৮৯তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। জাদেজা ৪৫ ও অক্ষর প্যাꩵটেল ২ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লি﷽ড রয়েছে ৭৩ রানের।
সাজঘরে ভরত
৮৩.১ ওভারে টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন কেএস ভরত। ১টি বা🃏উন্ডারির সাহায্যে ১০ বলে ৮ রান করেন ত༒িনি। ভারত ২৪০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্য়াটেল। টড মার্ফে টেস্ট অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
রোহিতকে ফেরালেন কামিন্স
চায়ের বিরতির পরে প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন রোহিত শর্মা। ৮০.৪ ওভারে কামিন্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। ঠিক তার আগের বলেই স্লিপে রোহিতের ক্যাচ ছাড়েন স্টিভ স্মিথ। ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২১২ বলে ১২০ রান করেন রোহিত। ভারত ২২৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে ন🐬ামেন কেএস ভরত।
চায়ের বিরতি
অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছে। তারা ৮০ ওভার ব🐲্য়াট করেছে। সুচরাং, টিম ইন্ডিয়ার হাতে লিড রয়েছে ৪৯ রানের। রোহিত শর্মা ২০৭ বলে ১১৮ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ১৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৮২ বলে ৩৪ রান করেছেন রবীন্দ্র জাদেজা। তিনি ৬টি চার মেরেছেন।
৩৬ রানের লিড ভারতের হাতে
৭৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২১৩ রান। ভারতের হাতে লিড রয়েছে ৩৬ রানের। রোহিত 🎀১১১ ও জাদেজা ২৮ রানে ব্যাট করছেন।
২০০ টপকাল ভারত
৭১তম ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকে যায়। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ২🙈০১ রান। ভারতের হাতে লিড রয়েছে ২৪ 💦রানের। রোহিত ১০৫ ও জাদেজা ২২ রানে ব্যাট করছেন।
১৩ রানের লিড ভারতের হাতে
৬৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৯০ রান। সুতরাং, ১৩ রানের লিড রয়েছে টিম ইন্ডিয়ার হাতে। হাতে রয়েছে🌼 ৫টি উইকেট। রোহিত ১০৪ ও জাদেজা ১২ রানে ব্যাট করছেন।
শতরান রোহিতের
১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। হিটম্যানের টেস্ট কেরিয়ারের এটি ৯ নম্বর সেঞ্চুরি। ৬৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭৮ রান। সুতরাং, ভারতের হাতে ল💮িড রয়েছে ১ রানের। রোহিত ১০১ ও জাদেজা ৩ রানে ব্যাট করছেন।
লিয়ঁর বলে বোল্ড সূর্যকুমার
৫৯.১ ওভারে ন্যাথন লিয়ঁর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ২০ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ১ꦓ৬৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্🅰র জাদেজা।
লড়াই জারি রোহিতের
৫৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৬৮ রান। ১৫৮ বলে ৯৪ রান করেছেন রোহিত শর্মা। ১৯ বলে ৮ রান করেছেন সূর🌌্যকুমার যাদব।
বিরাট কোহলি আউট
লাঞ্চের বিরতির পরে প্রথম বলেই বিরাট কোহলির উইকেট তুলে নিলেন টড মার্ফি। ৫২.১ ওভারে ক্যারির দস্তানায় ধরা পড়েন কোহলি। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১২ রান করেন তিনি। ভারত ১৫১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন। ৫৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৫ রান। মার্ফি ৩৯ রানে ৪ উইকেট ন🐽িয়েছেন।
লাঞ্চের বিরতি
অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের লাঞ্চে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৫১ রান তুলেছে। সাকুল্যে ৫২ ওভার ব্যাট করেছে টিম ইন্ডিয়া। ব্যক্তিগত শতরানের দিকে এগিয়ে চলেছেন রোহিত শর্মা। তিনি ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪২ বলে ৮৫ রান করে অপরাজিত রয়েছেন। কোহলি নট-আউট রয়েছেন ব্যক্তিগত ১২ রানে। ২৫ বলের ইনিংসে তিনি ২টি চার মেরেছেন। টড মার্ফি ৩৫ রানের বিনিময়ে ৩ট🌃ি উইকেট নিয়েছেন। আপাতত অস্ট্রেলিয়ার থেকে ২৬ রানে পিছিয়ে রয়েছে ভারত। হাতে রয়েছে ৭টি উইকেট।
শতরানের দিকে এগচ্ছেন রোহিত
৫০ ওভ💮ার শেষে ভারতের স্কোর ৩ উইেকটে ১৪৯ রান। রোহিত শর্মা ১৩৩ বলে ৮৫ রানে ব্যাট করছেন। তিনি ১২টি চার ও ২টি ছক্কা মে﷽রেছেন। বিরাট কোহলি ২২ বলে ১০ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।
সাজঘরে ফিরলেন পূজারা
৪৪.১ ওভারে টড মার্ফির বলে শর্ট ফাইন-লেগে স্কট বোল্যান্ডের হাতে ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৭ 🔴রান করেন তিনি। ভারত ১৩৫ রানে ৩ উইকেট🌃 হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
অশ্বিনকে ফেরালেন মার্ফি
৪০.১ ওভারে 🥀টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবিচন্দ্রন অশ্বিন। আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় অস্ট্রেলিয়া। অশ্বিন ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন। ভারত দলগত ১১৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা। তিনি প্রথম বলেই ২ রান নেন। ওভারের শেষ বলে চার মারেন চেতেশ্বর। ৪১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৪ রান।
নির্বিঘ্নে প্রথম ঘণ্টা কাটাল ভারত
৩৮ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১১৭ রান। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ভারত। রোহিত শর্মা ৭৩ ও র🎃বিচন্দ্রন অশ্বিন ২২ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ভারত
৩২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ভারত। ৩১.৬ ওভারে প্যাট কামিন্সকে ছক্কা হাঁকিয়ে ভারতকে ১০০ রানের গণ্ডি পার কꦍরান রোহিত শর্মা। ৩২.২ ওভারে ন্যাথন লিয়ঁকে ছক্কা মারেন অশ্বিন। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১১০ রান। রোহিত ৬৮ ও অশ্বিন ২১ রানে ব্🐼যাট করছেন।
দ্বিতীয় দিনে ইতিবাচক শুরু ভারতের
৩০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতে🍃র স্কোর ১ উইকেটে ৯৪ রান। ৮৬ বলে ৬১ রান করেছেন রোহিত শর্মা। অশ্বিন ব্যাট করছেন ২৪ বলে ১২ রান করে। রোহিত ৯টি চার ও ১টি ছক্কা 𒉰মেরেছেন। অশ্বিন মেরেছেন ২টি চার।
খাতা খুললেন অশ্বিন
২৬.১ ওভারে ন্যাথন লিয়ঁর বলে চার মেরে খাতা খোলেন রবিচন্দ্রন অশ্বিন। পরে ওভারের শেষ বলে ২ রান নেন তিনি। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৬ রান। রোহিত💦 ৫৯ ও অশ্বিন ৬ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের খেলা শুরু
গতদিনের দুই অপরাজিত ব্য়াটসম্যান রোহ🌸িত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় দিনের সকালে ব্যাট করতে নামেন। বোলিং শুরু করেন টড মার্ফি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৮⛦ রান। রোহিত ৫৭ রানে ব্যাট করছেন।
৩টি টেস্ট জিতলেই নিশ্চিন্ত ভারত
ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ৩টি টেস্ট জিততে পারে, তবে অন্য কোনও দলের দিকে না তাকিয়েই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে। যদিও নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের নিরিখে ভারত🐠 ২টি এমনকি ১টি ম্যাচ জিতেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতে পেতে পারে।
চোখ থাকবে অশ্বিনের দিকে
প্রথম দিনে বল হাতে নিজের ভূমিকা যথাযথ পালন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনে তিনি ব্যাট হাতে কী করেন, সেদিকে চোখ থাকবে সবার। আসলে অশ্বিনের ব্যাটের হাত যে মন্দ নয়, সেটা সবার জানা। ন🍌াইটওয়াচম্যান হিসেবে তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন♍। তাই দ্বিতীয় দিনে যদি বড় রানের ইনিংস খেলে দেন রবিচন্দ্রন, তবে সেটা নিশ্চিতভাবেই বাড়তি সুবিধা দেবে টিম ইন্ডিয়াকে।
প্রথম দিনের স্কোর
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম ইনিংসে ৬৩.৫ ওভারে ১৭৭ রানে অল-আউট হয়ে যায়। মার্নাস ল্যাবুশান ৪৯, স্টিভ স্মিথ ৩৭, অ্যালেক্স ক্যারি ৩৬ ও পিটার হ্যান্ডসকম্ব ৩১ রান করেন। রবীন্দ্র জাদেজা ৪৭ রানে ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৪২ রানে ৩টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে ২৪ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে। রোহিত শর্মা অপরাজিত থাকেন ৫৬ রানে। আপাতত প্রথম ইনিংসের নিরিখে ১০০ রা🌼নে পিছিয়ে টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।