শুভব্রত মুখার্জি:- ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ পিভি সিন্ধু। ভারতীয় ক্রীড়ার ইতিহাসে একমাত্র মহিলা ক্রীড়াবিদ যিনি অলিম্পিকে জোড়া পদক জিতেছেন। ২০১৬ অলিম্পিক গেমসে রিওত💃ে তিনি রুপো জিতেছিলেন। আর ২০২০ টোকিও অলিম্পিক গেমস💟ে তিনি জেতেন ব্রোঞ্জ। সামনেই রয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস। সেই গেমসেও তাঁকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় ক্রীড়া জগতের সমর্থকরা।
চলতি বছরে যদিও তিনি খুব একটা ভালো ফর্মে ছিলেন না। তবে শেষভাগে এসে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দেন। ফর্মে থাকুন বা না থাকুন এই মুহূর্তে বিশ্ব ক্রীড়ার জগতে সর্বোচ্চ ꦡরোজগেরে মহিলা ক্রীড়াবিদদের শীর্ষতালিকায় জায💜়গা করে নিয়েছেন তিনি।
শুধু জায়গা🔥 করে নেওয়াই নয় রোজগারের দিক থেকে তিনি স্পর্শ করেছেন প্রখ্যাত আমেরিকান জিমন্যাস্ট সিমোনে বাইলসকেও। উল্লেখ্য রিও অলিম্পিক গেমসে এই বাইলসের সঙ্গে তুল্যমূল্য পদকের𒅌 লড়াই হয়েছিল ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারের।
প্রখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তরফে ২০২৩ সালের সর্বোচ্চ রোজগেরে মহিলা ক্রীড়াবিদদের তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় ১৬ নম্বরে জায়গা করে নিয়েছেন পিভি সিন্ধু। উল্লেখ্য মহিলা ক্র🅺ীড়াবিদদের যে শীর্ষ ২০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে একমাত্র শাটলার এবং একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে জায়গা পেয়েছেন সিন্ধু।
১৬তম স্থানে তিনি যুগ্মভাবে রয়েছেন সিমোনে বাইলসের সঙ্গে। তাঁদের সম্ভাব্য আয় ৭.১ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা। এই তালি🎐কার শীর্ষে রয়েছেন পোলিশ লন টেনিস তারকা ইগা সুইয়াটেক। এই বছরে ফরাসি ওপেনের শিরোপা জিতেছেন তিনি। তাঁর সম্ভাব্য আয় ১৯৯ কোটি টাকা।
তালিকা জুড়ে লন টেনিস তারকাদের দাপাদাপি। প্রথম দশে একমাত্র ব্যতিক্রম চিনের ফ্রিস্টাইল স্কিইয়িং তারকা এইলেন গু। প্রꦍসঙ্গত সিন্ধু এই মুহূর্তে তাঁর হাঁটুর চোটে ভুগছেন। তাঁর বাঁহাটুতে চোট রয়েছে। তাই আপাতত তিনি বিডব্লুএফ ক্রমতালিকায় প্রোটেক্টেড ১০ নম্বরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ না খেললেও তাঁর অবস্থান আপাতত ক্রমতালিকায় বদলে যাবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।