যুব বক্সি🍰ং বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা। সাতটি বিভাগের ফাইনালে উঠে সাত বক্সারই গোল্ড মেডেল জিতে রিং ছাড়লেন।
পোল্যান্ডে এআইবিএ ইয়ুথ মেনস অ্যান্ড ওমেনস ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে🐷র মেয়েদের ১০টি ওয়েট ক্যাটাগরির মধ্যে সাতটির ফাইনালে ওঠেন ভারতের সাতজন মহিলা বক্সার। চ্যাম্পিয়ন হন সাতজনই।
১. লাইট ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের ফাইনাল বা𝕴উটে গীতিকা ৫-০ ব্যবধানে পরাজিত করেন পোল্যান্ডের নাতালিয়া ডমিনিকাকে।
২. ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের ফাইনালে নাওরেম চানু ৫-০ ব্যবধানে পরাজিত করেন রাশিয়ার ভ্যাল🐬েরিয়া লিংকোভাকে।
৩. ফেদারওয়েট (৫৪-৫৭ কেজি) বিভাগের ফাইনালে পুণম ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন ফ্রান্স🐼ের গ্রসিকে।
৪. লাইটওয়েট (৫৭-৬০ কেজি𒅌) বিভাগের ফাইনালে ভিঙ্কা পরাজিত করেন কাজাখাস্তানের শায়াখমেতোভাকে।
৫. ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি💃) বিভাগের ফাইনাল বাউটে অরুন্ধতি চৌধরি হারিဣয়ে দেন পোল্যান্ডের বারবারাকে।
৬. মিডলওয়েট (৬৯-৭৫ কেজি) বিভাগের ফাইনালে সানামাচা চানু পরাস্ত করেন কাজাখাস্তানের দা💫না দিডেকে।
৭. হেভিওয়েট (🌟+৮১ কেজি) বিভাগের ফাইনাল বাউটে আলফ🎶িয়া পাঠান হারিয়ে দেন মলদোভার দারিয়া কোজোরেজকে।
ছেলেদের ব্যান্টমওয়েট (৫৬ কেজি) বিভাগের ফাইনালে উঠ🅺েছেন সচিন। দেখার বিষয় যে, সাতকন্যার সোনা জয় থেকে উদ্দীপ্ত হতে শেষমেশ চ্যাম্পিয়ন হতে পারেন𓆉 কিনা তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।