আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকলে🦹ও শেষে অ্যালেক্স হেলসের পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্সে সই করেছেন অ্যারন ফিঞ্চ। জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে ব্যস্ত ছিলেন বলে শুরু থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে যোগ দিতে পারেননি অজি দলনায়ক। অবশেষে কেকেআরের অন্দরমহলে ঢুকে পড়েছেন ফিঞ্চ। শুরু করেছেন অনুশীলনও।
তবে তারই ফাঁকে কেকেআর অনুরাগীদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন ফিঞ্চ। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। কলকাতায় এসে বাঙালি খাবার নিয়েও আগ্রহ দেখিয়েছেন তিনি। বিশেষ করে ইলিশ মাছের স্বাদ না নিয়ে যে এবার 💙দেশে ফিরবেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন কেকেআরের নতুন তারকা।
প্রশ্নোত্তর পর্বেই ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ইশা গুহ, যিনি জন্মসূত্রে একজন বাঙালি, ফিঞ্চকে জিজ্ঞাসা করেন যে, তিনি এখনও ইলিশ মাছ খেয়েছেন কিনা। জবাবে ফিঞ্চ জানান যে, ইলিশের মাহাত্ম্য শুনেছেন, তবে এখনও স্বাদ নেওয়া হয়নি ౠতাঁর। নববর্ষে অবশ্যই খেয়ে দেখবেন বাঙালির প্রিয় ইলিশ মাছ।
ফিঞ্চ বলেন, ‘না, এখনও ইলিশ খাওয়া হয়নি। তবে শুনেছি সামনেই বাঙলার নববর্ষ আসছে꧃। তখন ইলিশ খেয়ে দেখব💙।’
ফিঞ্চ আরও জানান যে, তিনি ইলিশ খেয়ে দেখবেন এবং ভালো লাগলে অস্ট🅘্রেলিয়ায় ফিরে ইলিশ রাঁধার চেষ্টা করবেন। অজি তারকা স্বীকার করে নেন যে, এখানকার মতো রান্না করতে পারবেন না হয়ত। তবে তিনি আশাবাদী, রেসিপি যথাযথ অনুসরণ করলে কাছাকাছি স্বাদ নিয়ে আসতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।