চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘদিন জড়িত রয়েছেন নিউজিল্যান্ডের তারকা স্টিফেন ফ্লেমিং। কিউয়িদের প্রাক্তন অধিনায়ক চেন্নাই সুপার কিংসের কোচের পদে জিতেছেন বহু ট্রফি। বিগত ৬ বছরে সিএসকে সাফল্য যেমন পেয়েছে, ব্যর্থতাও তাঁদের পিছু ছাড়েনি। হয় তাঁরা চ্যাম্পিয়ন হয়েছে, নয় তাঁরা প্লে অফেও পৌঁছাতে পারেনি শেষ ছয় বছরে। মানে ২০২১ এবং ২০২৩ সালে চেন্নাই চ্যাম্পিয়ন হলেও ২০২০, ২০২২, ২০২৪ এবং ২০২৫ সালে তাঁরা প্লে অফেও যেতে পারল না। এবার আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচের থাকার জন্য দলের ওপর একপ্রকার বিরক্তি প্রকাশ করলেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। দলের পারফরমেন্সের সঙ্গে মিল রেখেই তাঁরা আইপিএলের প🎀য়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে, মেনে নিলেন স্টিফেন ফ্লেমিং।
আইপিএল ২০২৫-এ সিএসকের খারাপ পারফরমেন্সের একাধিক কারণ রয়েছে। প্রথমত টপ অর্ডারের দুই বিদেশি চূড়ান্ত ব্যর্থ, রাচিন 𒀰রবীন্দ্র এবং ডেভন কনওয়ে। দ্বিতীয়ত ডারিল মিচেলের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়া। অযথা রবিচন্দ্রন অশ্বিনের পিছনে অর্থ ব্যয়। মহেন্দ্র সিং ধোনির নিজের পারফরমেন্সও খুব একটা ভালো নয়। ব্যা💫টে বলে ব্যর্থ হয়েই চলেছেন রবীন্দ্র জাদেজাও।
চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার প্রচুর কারণ
সঙ্গে ভুল ক্রিকেটার বাছাই তো রয়েইছে। বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠি, বা দিপক হুডার মতো মধ্যমানের ক্রিকেটারদের ধোনির হাতে তুলে দিলেই যে ম্যাজিক সম্ভব নয়, সেটা বোধহয় ভুলে গেছিলেন চেন্নাইয়ের করಞ্তারা। এছাড়া মাঝপথে রুতুরাজ গায়কোয়াড়ও চোট পেয়ে ছিটকে যাওয়ায় ৩ নম্বর পজিশনটা নিয়ে বড় সমস্যা দেখা দেয়। যা এখনও সমাধান করে উঠতে পারেনি সিএসকে।
শেষ স্থানে থাকা মতোই ক্রিকেট খেলেছি
যা নিয়েও স্টিফেন ফ্লেমিং বলছেন, ‘অবশ্যই আমরা যে শেষ স্থানে রয়েছি সেটা কাম্য নয়। আমরা ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছিলাম শেষ দুটো ম্যাচে। রাজস্থানের বিরুদ্ধে পারলাম না, টার্গেট থাকবে পরের ম্যাচে ভালো কিছু করে দেখানো। এই কারণেই আমরা এই মূহূর্তে শেষ স্থানে রয়েছি। আমরা সেইরকম ক্রিকেটই খেলেছি, এটা লুকোনোর কোনও জায়গাই নেই। কিন্তু আমরা দল হিসেবে যেটা চাইব, সেটা হল নিজেদের সেরাটা দিতে। যাতে দলগত পারফরমে🦂ন্স কিছুটা উন্নতি হয় ’।
৬ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে ১৮৭ রান করে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি করেন ১৭ বলে ১৬ রান। আয়ুষ মাত্রে, শিব দুবেদের ব্যাটে ভর দিয়ে এই রানে পৌঁছায় সিএসকে। যদিও ব্যাট করতে নেমে রাজস্থানের দুই ওপেনার ঝড় তুলে দেন। সেই সুবাদেই ১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে 🙈ম্যাচ জিতে নেয় স🔯্যামসনের দল।