গতবছর আইপিএল শুরুর আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন সুরেশ রায়না, হরভজন সিংয়ে🦹র মতো তারকারা। যদিও তাঁদের পরিবর্ত খুঁজে নেয়নি চেন্নাই সুপার কিংস। এবছর টুর্নামেন্টের ঠিক আ🃏গে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দেন জোস হ্যাজেলউড। চেন্নাই তড়িঘড়ি তাঁর বদলে দলে নেয় জেসন বেহরেনডর্ফকে। একনজরে দেখে নেওয়া যাক সিএসকের পরিবর্তিত স্কোয়াড ও পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি।
চেন্নাই সুপার কিংসের স্কোয়াড:-
ভারতীয় ক্রিকেটার: মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, আম্বাতি রায়ড়ু, করণ শর্মা, শার্দুল ঠাকুর, রুতুরাজ গায়কোয়াড়, নারায়ন জগদীশান, দীপক চাহার, কেএম আসিফ, আর সাই কিশোর, ❀রবিন উথাপ্পা, কৃষ্ণাপ্পা গৌতম, চেতেশ্বর পূজারা, ভগত বর্মা, হরি নিশান্ত ও হরিশঙ্কর রেড্ডি।
বিদেশি ক্রিকেটার: ফ্যাফ ডু'প্লেসি, স্যাম কারান, ডোয়েন ব্র্♓যাভো, জেসন বেহরেনডর্ফ, লুঙ্গি এনগিদি, মিচেল স্যান্টনার, ইমরান তাহির ও মঈন আꦫলি।
চেন্নাই সুপার কিংসের সূচি:-
চেন্নাই সুপার কিংস মুম্বইয়ে খেলবে:
১০ এপ্রিল: বনাম দিল্লি (৭.৩০)
১৬ এপ্রিল: বনাম পঞ্জাব (৭.৩০)
১৯ এপ্রিল: বনাম রাজস্থান (৭.৩০)
২১ এপ্রিল: বনাম কলকাতা (৭.৩০)
২৫ এপ্রিল: বনাম ব্যাঙ্গালোর (৩.৩০)
চেন্নাই সুপার কিংস দিল্লিতে খেলবে:
২৮ এপ্রিল: বনাম হায়দরাবাদ (৭.৩০)
১ মে: বনাম মুম্বই (৭.৩০)
৫ মে: রাজস্থান (৭.৩০)
৭ মে: হায়দরাবাদ (৭.৩০)
চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরুতে খেলবে:
৯ মে: বনাম পঞ্জাব (৩.৩০)
১২ মে: বনাম কলকাতা (৭.৩০)
১৬ মে: বনাম মুম্বই (৭.৩০)
চেন্নাই সুপার কিংস কলকাতায় খেলবে:
২১ মে: বনাম দিল্লি (৭.৩০)
২৩ মে: বনাম ব্যাঙ্গালোর (৭.৩০)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।