শুক্রবার আমদাবাদের নরেন্দ্র ⛎মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত IPL 2023-এর কোয়ালিফায়ার 2-এ গুজরাট টাইটানস দল একটি বড় জয় পেয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ২৩৪ রানের লক্ষ্য রেখেছিল গুজরাট। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে পাওয়ারপ্লেতেই মহম্মদ শামির হাতে দুটি ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে তিনি নেহাল ওয়াধেরাকে সাজঘরের পথ দেখান এবং তারপর অধিনায়ক রোহিত শর্মাকে প্যাভিলিয়নে পাঠিয়ে মুম্বইয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন। এরই মধ্যে বড় রেকর্ড নিজের নামে করে ফেলেন মহম্মদ শামি।
আরও পড়ুন… GT ফাইনালে 😼উঠলেও ডেভিড মিলারের ফর্ম ভাবাবে হার্দিক পান্ডিয়াদের- আকাশ চোপ♐ড়া
আসলে📖, মহম্মদ শামি আইপিএলের ইতিহাসে এক মরশুমে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। ২০২৩ সালে অনুষ্ঠিত ১৬তম আইপিএলে মহম্মদ শামি মোট ২৮টি উইকেট নিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র পাওয়ারপ্লেতে মহম্মদ শামি নিয়েছেন ১৭টি উইকেট। এক মরশুমের পাওয়ারপ্লেতে এর চেয়ে বেশি বা সমান উইকেট আর কোনও বোলার নিতে পারেননি। এই সাফল্যের বিচারে ট্রেন্ট বোল্ট ও মিচেল জনসনকে পিছনে ফেলে দিয়েছেন মহম্মদ শামি।
আরও পড়ুন… IPL 2023 Fina🐟l🐼: যেখান থেকে শুরু হয়ে ছিল সেখানেই শেষ হতে চলেছে! অবাক করা সমীকরণ
আইপিএল ২০২৩-এর পাওয়ার প্লেতে এখনও পর্যন্ত মহম্মদ শামি ১৭ ম্যাচে ১৭টি উইকেট শিকার করেছেন। আর ট্রেন্ট বোল্ট ২০২০ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাওয়ারপ্লেতে ১৬টি উইকেট নিয়েছেন🌌। একই সময়ে, ২০১৩ সালের মরশুমে, মিচেল জনসন এক মরশুমের পাওয়ারপ্লেতে ১৬টি উইকেট নিয়েছিলেন। জনসন মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। এবার এই রেকর্ডটি মহম্মদ শামির নামে নথিভুক্ত হয়েছে। মহম্মদ শামিও এই মরশুমের বেগুনি টুপির মালিক হয়েছেন। এই তা🥀লিকায় দুই নম্বরে রয়েছেন রশিদ খান।
আরও পড়ুন… এটা তো টেনিস ক্রিকেটের ছয়! শুভমনের ছক্কা দেখে অবাক রো💫হিত, গাভাসকౠর-বিশপের গলায় বিস্ময়ের সুর
১৭ উইকেট - মহম্মদ শামি (২০২৩)*
১৬ উইকেট - ট্রেন্ট বোল্ট (২০২০)
১৬ উইকেট - মিচেল জনসন (২০১৩)
ম্যাচের কথা বললে, কোয়ালিফায়ার-২-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ৩০ রানের ব্যক্তিগত স্কোরে শুভমন গিলের ক্যাচটি মিড-অনে টিম ডেভিডের হাতে ধরা পড়লে খেলার ফল অন্য হতেই পারত। গিলের ক্যাচ ড্রপের পর মনে হল মুম্বই ইন্ডিয়ান্স বেশ চাপের মধ্যে যেতে চলেছে। গুজরাট টাইটানসের এই ওপেনার জীবন দানের পরে আরও ৯৯ রান করেন এবং মরশুমের তৃতীয় সেঞ্চুরি করেন। গিলের সেঞ্চুরি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বি🐼শাল স্কোর মোট ২৩৩ রান ছুঁতে সাহায্য করেছিল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88-sv388.live/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।