বাংলা নিউজ > ময়দান > WPL 2023: বেনজির বিতর্ক দিয়ে শুরু উইমেন্স প্রিমিয়র লিগ, চোট নেই, তবু আনফিট বলে ডটিনকে বাদ দিয়েছে গুজরাট!
পরবর্তী খবর
WPL 2023: বেনজির বিতর্ক দিয়ে শুরু উইমেন্স প্রিমিয়র লিগ, চোট নেই, তবু আনফিট বলে ডটিনকে বাদ দিয়েছে গুজরাট!
1 মিনিটে পড়ুন Updated: 05 Mar 2023, 07:37 AM ISTAbhisake Koley
Women's Premier League: উদ্বোধনী ম্যাচের আগেই জানা যায় যে, চোটের জন্য উইমেন্স প্রিমিয়র লিগ থেকে ছিটকে গিয়েছেন দিয়েন্দ্রা ডটিন। তবে ক্যারিবিয়ান তারকা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তিনি পুরোপুরি ফিট।
দিয়েন্দ্রা ডটিন। ছবি- গেটি।
মুম্বই ইন্ডিয়ান্সের মারকাটারি ক্রিকেটে উইমেন্স প্রিমিয়র লিগ শুরু বললে সবাই তা একবাক্যে মেনে নেবেন। তবে যদি🔴 বলা হয় যে বড়সড় এক বিতর্ক দিয়ে শুরু উইমেন্স প্রিমিয়র লিগ, তাহলে মোটেও ভুল বলা হয় না। কেননা টুর্নামেন্ট শুরুর আগেই বিরাট এক বিতর্ক তৈরি করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি দিয়েন্দ্রা ডটিন।
উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচের দিনেই গুজরাট জায়ান্টসে🦋র তরফে স্কোয়াডে রদবদলের কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় তারা স্কোয়াডে স্বাগত জানায় অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার কিম গার্থকে। ℱপ্রাথমিকভাবে আইপিএল নিলামে অবিক্রিত থাকা গার্থ জায়ান্টস শিবিরে যোগ দেন অভিজ্ঞ ক্যারিবিয়ান তারকা দিয়েন্দ্রা ডটিনের পরিবর্তে।
সচরাচর নিলাম থেকে দল গড়ার পরে যদি স্কোয়াডে রদবদল করা হয়, তবে সেক্ষেত্রে হয় ক্রিকেটারদের সরে দাঁড়ানো অন্যতম কারণ হয়, নতুবা চোট-আঘাতের জন্য ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঘটনা সামনে আসে। এক্ষেত্রে ডটিনের চোটে🌜র তত্ত্বই গুজরাটের ক্রিকেটার বদলের কারণ হিসেবে উঠে আসে।
সঙ্গত কারণেই ক্রিকেটপ্রেমীদের সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করতে দেখা যায় যে, ডটিন যেন দ্রুত ফিট হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় এমন বার্তার প্রেক্ষিতেই বোমা ফাটান ডটিন। তিনি ইনস্টাগ্রামে ‘তাড়াতাড়ি সেরে উঠুন’ বার্তার জবাবে পালটা প্রশ্ন করেন যে, কী 🥀থেকে তিনি তাড়াতাড়ি সেরে উঠবেন? পরে টুইটারে ডটিন অনুরাগীদের ধন্যবাদ জানান তাঁকে নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করে বার্তা পাঠানোর জন্য। সেই সঙ্গে এটাও স্পষ্ট করেন যে, তাঁর কোনও চোট নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।