আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুর্দান্ত মাইলস্টোন টপকে গেলেন বাবর আজম। সেই🔜 সঙ্গে বিরাট কোহলির অনবদ্য একটি বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন পাকিস্তানের অধিনায়ক। বাবর জায়গা করে নেন রোহিত শর্মা, মার্টিন গাপ্তিল, পল স্টার্লিংদের সঙ্গে একাসনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ষষ্ঠ টি-২০ ম্যাচে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন বাবর আজম। সেই সুবাদে সংক্ষিপ💜্ত ফর্ম্যাটে দেশের জার্সিতে ৩০০০ রানের মাইলস্টোন টপকে যান তিনি। পাকিস্তানের প্রথম তথা বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিস♒েবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেন বাবর।
উল্লেখযোগ্য বিষয় হল, 🦋ইনিংস সংখ্যার নিরিখে যুগ্মভাবে দ্রুততম ব্যাটসম্যান𒁏 হিসেবে এই মাইলস্টোন টপকানোর বিশ্বরেকর্ড গড়েন আজম। তিনি ভাগ বসান বিরাট কোহলির নজিরে। কোহলির মতোই ৮১টি ইনিংসে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক পেরিয়ে যান বাবর।
বাবরের আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩ হাজার রানের মাইলস্টোন টপকেছেন মোটে চারজন ক্রিকেটার। দুই ভারতীয় তারকা বি😼রাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া এই কৃতিত্ব রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের।
লাহোরের এই ম্যাচের আগে বাবর ৮৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৮০টি ইনিংসে ২৯👍৪৮ রান করেছিলেন। সুতরাং মাইলস্টোন ছোঁয়ার জন্য তাঁর দরকার ছিল ৫২ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ষষ্ঠ টি-২০ ম্যাচে পাক দলনায়ক ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৭ রান কর⛎ে অপরাজিত থাকেন। সুতরাং ৮৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৮১টি ইনিংসে বাবরের সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৩০৩৫ রান।
আপাতত বাবর 𝓀আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে উঠে আসেন। তিনি পিছনে ফেলে দেন পল স্টার্লিংকে, যিন♌ি এখনও পর্যন্ত সংক্ষিপ্ত ফর্ম্যাটে দেশের জার্সিতে ৩০১১ রান সংগ্রহ করেছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান করা পাঁচ ক্রিকেটার:-
১. রোহিত শর্মা: ১৪০ ম্যাচের ১৩২টি ইনিংসে ৩৬৯৪ রান।
২. বিরাট কোহলি: ১০৮ ম্যাচের ১০০টি ইনিংসে ৩৬৬৩ রান।
৩. মার্টিন গাপ্তিল: ১২১ ম্যাচের ১১৭টি ইনিংসে ৩৪৯৭ রান।
৪. বাবর আজম: ৮৬ ম্যাচের ৮১টি ইনিংসে ৩০৩৫ রান।
৫. পল স্টার্লিং: ১১৪ ম্যাচের ১১৩টি ইনিংসে ৩০১১ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।