টানা চারবার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে দল। যুগ্মভাবে ম্যাচের সেরা হয়েছেন। তারপর একেবারে বিন্দাস মেজাজে ধরা পড়লেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। এমনকী অক্ষয় কুমারের 'স্টাইল'-এ অশ্বিনকে 'টুপি' পরিয়ে দেন ভারতের বাঁ-হাতি অল-রাউন্ডার। তারপর অস্কারজয়ী 'নাটু নাটু'-র নয়া স্টেপও বের করেন ভারতের দুই তারকা স্পিনার। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সোমবার আমদাবাদ টেস্টের পর অশ্বিন এবং জাদেজাকে যুগ্মভাবে সিরিজের সেরা হিসেবে নির্বাচিত করা হয়। তারপর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি মজাদার ভিডিয়ো পোস্ট করেন অশ্বিন। যে ভিডিয়োয় দেখা যায়, জিমের মধ্যে ছ'টি ডাম্বেল নিয়ে অশ্বিন এবং নিজের মধ্যে ভাগ করে নিচ্ছেন অশ্বিন। যে দৃশ্য বলিউড তারকা অক্ষয়ের একটি সিনেমার দৃশ্য অনুকরণে করা হয়েছে। ‘দিওয়ানে হুয়ে পাগল’ সিনেমার ওরকম একটি দৃশ্য ছিল।
আরও পড়ুন: IND vs AUS 4th Test: গড়ে ১২১.২ বলে পড়ল ১ উইকেট! ২০ বছরে ভারতে 'জঘন্যতম' রেকর্ড হল আমদাবাদ টেস্টে
বলিউড সিনেমার ওই দৃশ্যে টাকার বিষয়ে অক্ষয় এক ব্যক্তিকে ‘টুপি’ পরিয়ে দিয়েছিলেন। ওই দৃশ্যে যে অক্ষয় যা যা কথা বলেছিলেন, তা অশ্বিনের পোস্ট করা ভিডিয়োয় জাদেজার গলায় বসানো হয়েছে। আর অপরজনের কণ্ঠস্বর বসানো হয়েছে তারকা অফস্পিনার অশ্বিনের গলায়। যে ভিডিয়ো দেখে হাসিতে ফেটে পড়েছে নেটপাড়া। অশ্বিন এবং জাদেজার রসায়নেও মজেছেন তাঁরা।
তবে নেটপাড়ার ‘এন্টারটেনমেন্ট’ সেখানে শেষ হয়নি। বলিউড সিনেমার অনুকরণে দৃশ্যের পর গলায় গলা জড়িয়ে হেঁটে আসতে থাকেন অশ্বিন এবং জাদেজা। সঙ্গে অস্কারজয়ী ‘নাটু নাটু’ বাজতে থাকে। ওই ভিডিয়োর ক্যাপশনে অশ্বিন লেখেন, ‘আর অস্কার যাচ্ছে…।’ সঙ্গে দুটি হাসির ইমোজিও পোস্ট করেন ভারতের তারকা অফস্পিনার।
অশ্বিনের সেই ভিডিয়ো দেখে নেটিজেনরা মজা করতে থাকেন, ‘নাটু নাটু’-র নয়া স্টেপ বের করলেন অশ্বিন এবং জাদেজা। এক নেটিজেন বলেন, 'এটা কী নাচ অ্যাশ আন্না এবং জাড্ডু?' অপর একজন বলেন, 'এটা চূড়ান্ত হাস্যকর। আপনারা যখন একসঙ্গে থাকেন, তখন আপনারা দুর্দান্ত ছন্দে থাকেন।' একইসুরে একজন বলেন, 'দু'জনেই কিংবদন্তি এবং আমার কাছে অনুপ্রেরণা।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।