শুভব্রত 🅠মুখার্জি: ভারতীয় ব্যাডমিন্টনের পুরুষ বিভাগে যে নামটি শেষ কয়েক বছরে সবথেকে বেশি চর্চিত, সেটি হল লক্ষ্য সেন। ভারতের অন্যতম উদীয়মান তারকা শাটলার ডাচ ওপেনের ফাইনালে প্রবেশ করেও হারের মুখ দেখলেন। উল্লেখ্য ডাচ ওপেনেই গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন লক্ষ্য। তবে এবার ফাইনালে সিঙ্গাপুরের প্রতিপক্ষের বিরুদ্ধে তাকে হারের মুখ দেখতে হল। লো কিয়ান ইউয়ের কাছে ফাইনালে হারতে হল বিশ্ব ক্রমতালিকায় ২৫ নম্বরে থাকা লক্ষ্য সেনকে।
ওউল্লেখ্য এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই ছিলেন লক্ষ্য সেন। তিনি বিশ্ব ক্রমতালিকায় ৪১ নম্বরে থাকা ইউয়ের কাছে হারলেন, খেলার ফল ১২-২১,১৬-২১। মাত্র ৩৬ মিনিটেই ফাইনালটি হারেন লক্ষ্য। উল্লেখ্য ফাইনালে যাওয়ার পথে লক্ষ্য বেশ কিছু ভালো ম্যাচ জিতেছিলেন। কানাডার জিয়াওডঙ্গ জেঙ্গ,পর্তুগালের বার্নান্ডো আতিলানো , সিঙ্গাপুরের জিয়া হেঙ্গ তে এবং বেলজিয়ামের জুলিয়েন কারাগ্গিকে হারিয়ে ছিলেন তিনি।
উল্লেখ্য মাত্র ২০ বছর বয়সী ভারতীয় নবীন শাটলার লক্ষ্য এবারের প্রতিযোগিতায় শীর্ষ বাছাই ছিলেন। ২০১৯ সালে তিনি ডাচ ওপেনে চ্𝓰যাম্পিয়ন হয়েছিলেন। ২০২০ সালে করোনার কারণে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হ😼য়নি। উল্লেখ্য এই বছরের টুর্নামেন্ট গত সপ্তাহের বুধবার থেকে শুরু হয়েছিল। ৬ দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনালে একেবারে শেষ ধাপে এসে লক্ষ্যর স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ালেন সিঙ্গাপুরের ইউ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।