পাঁচটি ছকꦍ্কা, ১২ টি চার। ভাইটালিটি ব্লাস্টে ডার্বিশায়ার ফ্যালকনসের বিরুদ্ধে এরকমই বিধ্বংসী ইনিংস খেললেন অ্যালেক্স হেলস। ৩৩ বলে হেলসের ৯১ রানের সৌজন্যে সাত উইকেটে সহজ ছিনিয়ে নিল নটিংহ্যামশায়﷽ার। যে হেলসকে এবার আইপিএলের মেগা নিলামে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
শুক্রবার ডার্বিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় নটিংহ্যামশায়🍃ার। শুরুটা দুর্দান্ত করেন ডার্বিশায়ারের দুই ওপেনার শান মাসুদ এবং লুইস রিকি🌄। ৬.২ ওভারে ৬১ রান উঠে যায়। তারপর আউট হয়ে যান শান। কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফিরে যান রিকি। তারপর ইনিংসের হাল ধরেন ওয়েন ম্যাডসেন এবং লুইস দু'প্লয়। ৩০ বলে ৪০ রান করেন ওয়েন। প্লয় করেন ৩৪ বলে ৫১ রান। কিন্তু তাঁরা আউট হওয়ার পরই ধাক্কা খায় ডার্বিশায়ার। পরপর উইকেট হারাতে থাকে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান তোলে ডার্বিশায়ার।
আরও পড়ুন: ব্যাট হাতে ৫🐽২ রান, বল হাতে এক উইকেট, Vitality Blast সারের ⛄হয়ে দারুণ ছন্দে নারিন
সেই রান তাড়া করতে নেমে বিধ্বংসী শুরু করেন হেলস। ডার্বিতে হেলস ঝড়ের মধ্যে নটিংহ্যামশায়ারের অপর ওপেনার জো ক্লার্ক কার্যত দর্শক হয়েছিলেন। ৮.৩ ওভারে যখন প্রথম উইকেট হারায় নটিংহ্যামশায়ার, ততক্ষণে স্কোরবোর্ডে ১১৯ রান উঠে গিয়েছে। ২০ বলে ২৫ রানে আউট হꦆয়ে যান ক্লার্ক। তা থেকেই স্পষ্ট যে হেলস কীরকম ছন্দে ছিলেন। তিনি যা ছন্দে ছিল𒁏েন, তাতে তাঁর শতরান স্রেফ সময়ের অপেক্ষা ছিল। কিন্তু ক্লার্ক আউট হওয়ার পরের ওভারেই আউট হয়ে যান হেলস। তবে তিনি যে ভিত্তি গড়ে দিয়ে যান, তার উপর দাঁড়িয়ে দু'ওভার বাকি থাকতেই সাত উইকেটে জিতে যায় নটিংহ্যামশায়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।