Surrey vs Somerset Vitality Blast 2023: আইপিএলে পরিচিত ছন্দে ছিলেন না, তবে ভাইটালিটি ব্লাস্টের প্রথম ৮ ম্যাচে ১৪টি উইকেট সংগ্রহ করেন সুনীল নারিন।
সারের জার্সিতে সুনীল নারিন। ছবি- সারে ক্রিকেট।
মন্দ বোলিং না করলেও আইপিএল ২০২৩-তে ম্যাচের পর ম্যাচ উইকেটহীন থেকেছেন সুনীল নারিন। তবে আইপিএল শেষ হতেই ভিন্ন রূপে ধরা দেন ক্যারিবিয়ান তারকা। ভাইটালিটি ব্লাস্টে টানা ৮টি ম্যাচে উইকেট তোলেন নারিন। তবে ৯ নম্বর ম্যাচে এসে ছন্দপতন ঘটে। সামারসেটের ব্যাটসম্যানদের হাতে যারপরনাই লাঞ্ছিত হতে হয় তাঁকে।
ভাইটালিটি ব্লাস্টের প্রথম ৮টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে ২টি করে উইকেট সংগ্রহ করেন নারিন। ১টি ম্যাচে নেন ৩ উইকেট। বাকি ৩টি ম্যাচে ১টি করে উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। তবে কোনও ম্যাচেই তিনি বিস্তর রান খরচ করেননি। এই ৮টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে নারিন ৩০ রানের বেশি খরচ করেন।
শুক্রবার সারে বনাম সামারসেট ম্যাচে ভিন্ন ছবি দেখতে হয় সুনীলকে। তিনি ৪ ওভার বল করে কোনও উইকেট সংগ্রহ করতে পারেননি। সেই সঙ্গে ৫৫ রান খরচ করে বসেন। ম্যাচে নিজের প্রথম ওভারে ১টি চার ও ১টি ছক্কা-সহ প্রতিপক্ষকে ১২ রান উপহার দেন নারিন। দ্বিতীয় ওভারে ২টি ছক্কা ও ১টি চার-সহ ১৮ রান খরচ করেন তিনি। তৃতীয় ওভারে ১টি ছক্কা-সহ ৯ রান উপহার দেন নারিন। চতুর্থ তথা শেষ ওভারে ২টি ছক্কা ও ১টি চার-সহ ১৬ রান হজম করেন তিনি।
যদিও নারিনের খারাপ বোলিংয়ের বিশেষ প্রভাব পড়েনি ম্যাচের ফলাফলে। কেননা তাঁর দল সারে ২৮ রানে হারিয়ে দেয় সামারসেটকে। প্রথমে ব্যাট করে সারে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তোলে। উইল জ্যাকস ৬০, লরি ইভান্স ২৮, স্যাম কারান ১৫, জেমি ওভার্টন ২০ ও ক্রিস জর্ডন ৩৬ রান করেন। সুনীল নারিন ৮ রান করেন। ৪টি উইকেট নেন সামারসেটের বেন গ্রিন। ৩টি উইকেট দখল করেন জোশ ডেভি।
পালটা ব্যাট করতে নেমে সামারসেট ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৭ রানে আটকে যায়। টম ব্যান্টন ৫৩, টম অ্যাবেল ৩৯ ও বেন গ্রিন ১৮ রান করেন। স্যাম কারান ৪ ওভারে ২৬ রান খরচ করে ৫টি উইকেট নেন। সুতরাং বলাই যায় যে, কারানের জন্য এদিন বেঁচে গেলেন নারিন। কেননা ম্যাচ হারলে নিশ্চিতভাবেই এমন খারাপ বোলিংয়ের জন্য দায় গিয়ে পড়ত তাঁর ঘাড়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।