মেয়েদের বিগ ব্যাশ লিগে দুই ভারতীয় তারকার উপভোগ্য দ্বৈরথ। জাতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে হারিয়ে শেষ হাসি হাসলেন ক্যাপ্টেন। আসলে বিগ ব্যাশে লড়াই ছিল মেলবোর্ন রেনেগেডস ও সিডনি থান্ডারের মধ্যে। মেলবোর্নের হয়ে ব্যাটে-বলে রং ছড়ালেন ভারতের টি-২০ ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। সিডনির হয়ে ব্যাট হাতে শতরান করে মেয়েদের বিগ ব্যাশে সর্বকালীন রেকর্ড গড়✅েন জাতীয় দলে হরমনপ্রীতের ডেপুটি স্মৃতি মন্ধনা।
শেষমেশ মন্ধনার অবিশ্বাস্য 🍒প্রচেষ্টা ব্যর্থ করে মেলবোর্নকে ম্যাচ জেতা🦋ন হরমনপ্রীত এবং মেলবোর্ন লিগ টেবিলের শীর্ষে উঠে আসে।
রে মিচেল ওভালে প্রথমে ব্যাট করে মেলবোর্ন নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে𝄹র বিনিময়ে ১৭৫ রান তোলে। জেমিমা রডরিগেজ ২ রান করে আউট হন। ৪২ রান করেন অপর ওপেনার ইভ জোন্স। হরমনপ্রীত কউর ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। দীপ্তি শর্মা ২ ওভারে ১৭ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
জবাবে ব্যাট করতে নেমে সিডꦅনি ২০ ওভারে ১৭১ রানে আটকে যায়। ৪ রানের উত্তেজক জয় তুলে নেয় মেলবোর্ন। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল সিডনির। শেষ বলে মন্ধনা ছক্কা মারলে ম্যাচ জিতত সিডনি। তবে হরমনপ্রীতের ওভারের শেষ বলে ১ রানের বেশি𒆙 সংগ্রহ করতে পারেননি মন্ধনা।
শেষমেশ স্মৃতি মন্ধনা ১১৪ রান করে অপরাꦕজিত থাকেন। ৬৪ বলের ইনিংসে তিনি ১৪টি চার ও ৩টি ছক্কা মারেন। মেয়েদের বিগ ব্যাশ লিগে এটি কোনও ক্রিকেটারের যুগ্ম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মন্ধনা ছুঁয়ে ফেলেন ২০১৭ সালে অ্যাশলেই গার্ডনারের গড়া রেকর্ড।
হরꦕমনপ্রীত ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ব্যাটে-বলে সফল হলেও হরমনপ্রীতকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শতর🐟ানকারী মন্ধনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।