WPL 2023 Player Auction: উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম থেকে পরিকল্পনামাফিক ক্রিকেটার কিনে শক্তিশালী স্কোয়াড গড়ল দিল্লি ক্যাপিটালস।
শেফালি বর্মা ও জেমিমা রডরিগেজ। ছবি- ফেসবুক।
কোনও রকম তাড়াহুড়ো নয়। অকারণে বড় নামের পিছনে দৌড়নো নয়। বরং পরিকল্পনামাফিক প্রয়োজন মতো ক্রিকেটার কেনার দিকেই নজর ছিল দিল্লি ক্যাপিটালসের। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের নিলামে ধীরে চলো নীতিতেই ভারসাম্যযুক্ত শক্তিশালী স্কোয়াড গড়ে নেয় দিল্লি।
নিলামের শুরুতেই যেখানে মুম্বই ও আরসিবি ঝড় তোলে, দিল্লি সেখানে শেফালি ও জেমিমাকে নিতে ঝাঁপায় পরের দিকে। তারা মারিজান কাপ, মেগ ল্যানিং, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসেনের মতো বিদেশি তারকাদের জালে তোলে নিতান্ত বুদ্ধিমত্তার সঙ্গে।
ল্যানিংকে দলে নিয়ে দিল্লি সম্ভবত তাদের ক্যাপ্টেনের প্রয়োজন মিটিয়ে ফেলে। আমেরিকার তারা নরিসকে দলে নিয়ে চমক দেয় ক্যাপিটালস। তাছাড়া ছেলেদের আইপিএলেও যেমন তারুণ্যের পিছনে দৌড়য় দিল্লি, মেয়েদের আইপিএলে দল গড়ার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ভবিষ্যতের দিকে নজর রেখেই ক্যাপিটালস তাদের দল গড়ে নেয়।
শেফালি ও যস্তিকাকে একসঙ্গে দলে নিয়ে ক্যাপিটালস ওপেনিং জুটি নির্ধারণ করে ফেলে। তিতাস সাধুর মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বোলারকেও জালে তোলে দিল্লি। শিখা পান্ডে, রাধা যাদবের মতো টিম ইন্ডিয়ার বর্তমান তারকাদের ছাড়াও অরুদ্ধতী রেড্ডিকে কিনে ক্যাপিটালস নিজেদের স্কোয়াডকে ব্যালান্সড করে সন্দেহ নেই।
বিদেশি ক্রিকেটার:-১. মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার)- ১ কোটি ৫০ লক্ষ।২. মেগ ল্যানিং (অস্ট্রেলিয়ার ব্যাটার)- ১ কোটি ১০ লক্ষ।৩. অ্যালিস ক্যাপসি (ইংল্যান্ডের অল-রাউন্ডার)- ৭৫ লক্ষ।৪. জেস জোনাসেন (অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার)- ৫০ লক্ষ।৫. লরা হ্যারিস (অস্ট্রেলিয়ার ব্যাটার)- ৪৫ লক্ষ।৬. তারা নরিস (আমেরিকার বোলার)- ১০ লক্ষ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।