Updated: 26 Nov 2022, 03:23 PM IST
লেখক Priyanka Mukherjee
অনলাইন প্রতারণার কবলে পড়ে নিঃস্ব টেলি অভিনেতা শৈবাল ভট্টাচার্য। খোয়ালেন সারা জীবনের পুঁজি। সাইবার ফ্রডের শিকার হয়ে ১১ লক্ষ টাকা খুইয়েছেন ‘মিঠাই’ সিরিয়ালে কাজ করা অভিনেতা। হাতে কাজ নেই, শেষ সম্বলটুকু হারিয়ে কার্যত অনাহারে দিন কাটছে অভিনেতার পরিবারের। এবার ভিক্ষা করা ছাড়া গতি নেই ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে বার্তা অভিনেতার।