বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi on Wed in India Video: ‘শাদি হিন্দুস্তান মে করো’… মোদীর পরের মিশন 'ওয়েড ইন ইন্ডিয়া'! নজরে কাশ্মীরের পর্যটন
Updated: 07 Mar 2024, 09:24 PM IST
Sritama Mitra
দেশে পর্যটনকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। এদিকে, বৃহস্পতিবার শ্রীনগরে গিয়ে জম্মু ও কাশ্মীরের পর্যটনকে চাঙ্গা করা নিয়ে 'ওয়েড ইন ইন্ডিয়া'র প্রসঙ্গ আনেন মোদী তাঁর ভাষণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তাঁর পরের মিশন হল 'ওয়েড ইন ইন্ডিয়া'। যার হাত ধরে ডেস্টিনেশন ওয়েডিং বিদেশের মাটিতে না হয়ে তা ভারতের জম্মু ও কাশ্মীরের মতো জায়গায় যাতে হয়, তার দিকে সচেষ্ট হবে সরকার। এমনই দাবি করেন মোদী। তিনি বলেন, কাশ্মীরে বিলাসবহুল বিয়ে আয়োজিত হলে, সেখানের মানুষেরও কিছু উপার্জন ভালো হবে।