এখন ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে বাংলা তথা গোটা দেশে চর্চা চলছে। আর তাই সেটা থেকে বাঁচতে নানা পদক্ষেপ করা হচ্ছে। ঝড়ের পরিস্থিতি বিচার করে এবার জলপথ পরিবহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়ার আগে আগামী ২৪ এবং ২৫ অক্টোবর উপকূলবর্তী জেলাগুলিতে ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসাবে নানা পদক্ষেপ করতে চাইছে জলপথ পরিবহণ দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহর ও শহরতলিতে ঝড়ের গতিবেগ ৫০–৭০ কিমি হতে পারে। তাই প্রায় দু’দিন সমস্ত ফেরি পরিষেবা বাতিল করা হয়েছে বলে খবর।
এদিকে আজ, বুধবার থেকেই ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। আর আগামীকাল ঝড়ের ভয়ে রাস্তায় মানুষ প্রায় বেরোবেন না বলেই খবর। তাই ফেরি পরিষেবা বন্ধ থাকলে নাকাল হওয়ার সম্ভাবনা নেই। ফেরি পরিষেবা বাতিল করা ছাড়া আর অন্য কোনও উপায় নেই বলেই সকলের মত। ঝড় যদি তীব্র আকার নেয় তখন পরিস্থিতি বেগতিক হতে পারে। ব্যারাকপুর মহকুমার ফেরি সার্ভিস আজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্যারাকপুরের মহকুমাশাসক সৌরভ বারিক। দক্ষিণেশ্বর থেকে বেলুড়, ব্যারাকপুর ধোবিঘাট থেকে শেওড়াফুলি, পানিহাটি মহোৎসবতলা ঘাট, আড়িয়াদহ ফেরিঘাট, ইছাপুর এলাকায় দুটি ফেরিঘাট, নৈহাটি ফেরিঘাট, হালিশহর ফেরিঘাটে ফেরি চলাচল করবে না।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘দানা’র ভ্রকূটিতে চাপে বিমানবন্দর, প্রায় দু’দিন বাতিল থাকছে বিমান পরিষেবা
অন্যদিকে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ মিনাখাঁ, সন্দেশখালির ফেরি সার্ভিসগুলির মধ্যে ন্যাজাট ফেরিঘাট, ধামাখালি, তুষখালি, ভোলাখালি, মোহনপুর, ভবানীপুর, লেবুখালি দুলদুলি, ভাণ্ডারখালি সম্পূর্ণ বন্ধ থাকবে। এই খবর আজ, বুধবার প্রকাশ্যে এসেছে। আজ রাত পর্যন্ত তেমন কোনও ঝুঁকি নেই। কিন্তু বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ফেরি পরিষেবা বন্ধ থাকবে। এই বিষয়ে বসিরহাট মহকুমাশাসক আশীষ কুমার জানান, আজ বিকেল ৫টা থেকে শুক্রবার ২৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে সব ফেরি সার্ভিস। চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে আজ ২৩ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ফেরিঘাট বন্ধ রাখা হচ্ছে।