পশ্চিম বর্ধমানের পানাগড় বায়ুসেনা ছাউনির পাশেই আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়াল।কাঁকসা থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়কে একটি তেলের ট্যাঙ্কারের গাড়িপার্কিং জোন সংলগ্ন গ্যারেজে আগুন লাগে। রাজ্যের দমক𝔉লের পাশাপাশি বায়ুসেনার দমকল ইঞ্জিন যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে জানা যাচ্ছে, য🐟ে পার্কিং জোনেরജ গ্যারেজে আগুন লেগেছিল সেখানে ট্যাঙ্কারে জমে থাকা তলানির তেল গ্যারেজে জমিয়ে রাখা হয়। সেখানে কোনওভাবে আগুন লাগে। জ্বালানি তেলে আগুন লাগার ফলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। গ্যারেজের ঠিক গা ঘেঁষে রয়েছে পানাগড় বায়ুসেনা ছাউনির পাঁচিল। কিছুক্ষণের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে উঠলে সেনারাও বাইরে বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে জ্বালানি তেলে আগুন লেগে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। যদিও আগুন পেট্রোলে লেগেছিল নাকি ডিজেলে লেগেছিল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
পাশাপাশি কীভাবে আগুন লেগেছিল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে আগুন লাগার পর দমকল এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করার ফলে আগুন অনেকটাই তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে। দমকলের ইঞ্জিনের জল শেষ হয়ে গেলে সেনাবাহিনীর একটি দমকল ইঞ্জিন জল সরবরাহ করে আগুন নেভাতে সাহায্য করে। সেইসঙ্গে মাইকিং করে মানুষকে নিরাপদে স𝓀রে যাওয়ার অনুরোধ জানান। কী কারণে আগুন লেগেছিল সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়। তবে পানাগড় দমকলের এক আধিকারিক জানিয়েছেন, জ্বালানি তেলে আগুন লেগেছিল বলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।এখন সেখানে নিয়ম মেনে তেল মজুদ রাখা হয়েছিল কিনা সে বিষয়টিও জানার চেষ্টা করছে পুলিশ।