HS Results 2021: এবার ওয়েবসাইট, SMS-র মাধ্যমে দেখতে পাবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে জানুন?
1 মিনিটে পড়ুন Updated: 22 Jul 2021, 04:00 PM IST-
২)
৩)
৪)
ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) সাইটে যেতে হবে।
২) 'WBCHSE class 12 results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?
১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070।
২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750।
এমনিতে মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ হওয়ার পর সকলের চোখ ছিল উচ্চ মাধ্যমিকের দিকে। সেই পর্যায় না গেলেও পাশের হারে নিরিখে এবারও রেকর্ড তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিকে। সমস্ত রেকর্ড ভেঙেচুরে এবার ৯৭.৬৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গতবার যে হার প্রায় চার শতাংশ বেড়ে ৯০ শতাংশের গণ্ডি ছাড়িয়েছিল। সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, মুর্শিদাবাদের এক মুসলিম ছাত্রী এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন।