আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে হবে? কবে থেকে শুরু হবে মাধ্যমিক? কতদিন পরীক্ষা চলবে? তা নিয়ে আপাতত মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছু জানানো হল। সাধারণ কোনও বছরের মাধ্যমিকের ফলপ্রকাশের সময় পরবর্তী বছরের পরীক্ষার পুরো সূচি ঘোষণা করে দেওয়া হয়। সাধারণত সেই ধারা বজায় রাখা হয়। যদিও শুক্রবার ২০২৫ সালের মাধ্যমিকের ফলপ্রকাশ করা হলেও ২০২৬ সালের পরীক্ষার রুটিন ঘোষণা করল না পর্ষদ। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুধু আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত আগামী বছরের মাধ্যমিক রুটিন দেওয়া হবে। তাঁর কথায়, ‘আশা করা যায় যে ফেব্রুয়ারিতেই (মাধ্যমিক পরীক্ষা) হবে।’
ভোটের জন্য মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসবে?
এবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ১০ ফেব্রুয়ারি ছিল প্রথম পরীক্ষা। আর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল। কিন্তু আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। সেই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে বলে অনুমান করছে সংশ্লিষ্ট মহল।
২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা কিছুটা আগে হয়েছিল
কারণ ২০২৪ সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, তখন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা। আর পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ২০২৫ সালের থেকে কিছুটা আগেই মাধ্যমিক পরীক্ষার আয়োজন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তারপর ২০২৪ সালে ফেব্রুয়ারিতেই উচ্চমাধ্যমিক শেষ করে দেওয়া হয়েছিল। যা চলতি বছর শুরু হয় মার্চ থেকে।
আরও পড়ুন: ‘আমি হাসপাতাল করছি, তুমি আমার হাসপাতালে যোগ দিও!’ মাধ্যমিকের কৃতীকে বললেন মন্ত্রী
কিন্তু ভোটের জন্য ২০২৬ সালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা অতটা পিছিয়ে দেওয়া হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ পশ্চিমবঙ্গে একাধিক দফায় ভোট হয়। সেই পরিস্থিতিতে ভোটদান প্রক্রিয়া শুরুর আগেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে ফেলার চেষ্টা করা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এবারের মাধ্যমিকে পাশের হার ও প্রথম তিন স্থানে কারা আছে?
সেইসবের মধ্যেই এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৫৬ শতাংশে ঠেকেছে। ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার বেশি খানিকটা বেশি। আর ৬৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। দ্বিতীয় স্থানে দুই ছাত্র আছে। মালদার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল পেয়েছে ৬৯৪ নম্বর। আর তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।