ডিলারদের অভিযোগ, করোনার সময় রাজ্য সরকারের তরফে বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল। এই আবহে সরকারি নির্দেশ মেনে টাকা দিয়ে কেনা রেশনই বিনামূল্যে বিলি করা হয়েছিল। সেই বাবদ বকেয়া টাকা মেটানোর কথা ছিল রাজ্য সরকারের। তবে সেই বকেয়া টাকা নাকি এখনও রাজ্য সরকার দেয়নি তাঁদের।
ফাইল ছবি : পিটিআই
বিগত বহু মাস ধরেই একাধিক দাবি দাওয়া নিয়ে সরব হয়েছেন রেশন ডিলাররা। এই আবহে এবার চরম হুঁশিয়ারি দিল রেশন ডিলারদেন সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু ঘোষণা করলেন, 'সমস্যা না মিটলে ডিসেম্বর মাস থেকে বাংলার রেশন ডিলাররা আর রেশন পরিষেবা দেবেন না।' তিনি জানান, সংগঠনের রাজ্য কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়কেই তোপ দেগেছেন ডিলাররা। ডিএ বৃদ্ধির উল্লেখ করে নিজেদের দুর্দশার কথা তুলে ধরতে চেয়েছেন তাঁরা। (আরও পড়ুন: ইডেনের টিকিট কালোবাজারি কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার CAB সদস্য! উদ্ধার বহু টিকিট)
রেশন ডিলারদের অভিযোগ কি? মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রেশন ডিলারদের কমিশন বাড়ানো হচ্ছে না। বিশ্বম্ভর বসুর বক্তব্য, 'কেন্দ্রীয় সরকার বর্তমান বাজারদর অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াচ্ছে। কিন্তু আমাদের কমিশন বাড়ছে না সমান তালে। ২০২২ সালের এপ্রিলে ২০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু সেই টাকায় আমাদের হচ্ছে কি না, সেটা দেখার সময় এখনও কেন্দ্রীয় সরকার পায়নি।' এদিকে শুধুমাত্র কেন্দ্র নয়, রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে রেশন ডিলারদের। এই নিয়ে বিশ্বম্ভর বসুর অভিযোগ, রাজ্য সরকারের কাছে বহুবার দরবার করেও সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এমনকী রাজ্যের কাছে প্রচুর বকেয়া জমে রয়েছে বলে অভিযোগ তাঁর। এই আবহে বাংলায় রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ডিলারদের।