বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Case Latest Update: হাই কোর্ট না শীর্ষ আদালত, কোথায় মামলা চালাতে চান? CJI-কে চিঠি আরজি করের নির্যাতিতার মা-বাবার
পরবর্তী খবর
RG Kar Case Latest Update: হাই কোর্ট না শীর্ষ আদালত, কোথায় মামলা চালাতে চান? CJI-কে চিঠি আরজি করের নির্যাতিতার মা-বাবার
সম্প্রতি আরজি করের ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। তবে পরে সেই মামলাটি প্রত্যাহার করে নেন তাঁরা। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলাটি শুরু করেছিল, তাতেই 'ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন' হিসেবে এই আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা।
কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে আরজি কর চিকিৎসক খুন সংক্রান্ত যে মামলা চলছে, তা তাঁরা চালিয়ে যেতে চান। এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখলেন নির্যাতিতার মা-বাবা। এই আবহে উচ্চ আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দায়ের করা মামলাটি যাতে চালু থাকে, তার জন্যে দেশের প্রধান বিচারপতির কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে। এই আবহে কী হতে পারে? আইনজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টে এই নিয়ে লিখিত আবেদন করা হলেও বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে মেনশন করতে হবে। তারপরই শীর্ষ আদালত এই নিয়ে অনুমতি দিলেই হাই কোর্ট নতুন দায়ের করা এই মামলা শুনতে পারবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। (আরও পড়ুন: ডিগবাজি বিস্ফোরক মদনের, 'পদ বিক্রির অভিযোগ' ইস্যুতে চিঠি বক্সীকে, মিত্র লিখলেন…)
এর আগে সম্প্রতি আরজি কর ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। তবে পরে সেই মামলাটি প্রত্যাহার করে নেন তাঁদের আইনজীবী করুণা নন্দী। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের অগস্ট মাসে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলাটি শুরু করেছিল, তাতেই 'ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন' হিসেবে এই আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সেই সময় দেশের শীর্ষ আদালতে আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের পক্ষের আইনজীবীকে জানান, কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত একটি মামলা চলছে। এই অবস্থায় এই মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে হবে কি না, তা জানতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। (আরও পড়ুন: এবার সামরিক বিমানে করে 'অবৈধ অভিবাসীদের' ভারতে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প)