এসএসসির পুরনো মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পাননি, তাঁরা খুব তাড়াতাড়ি চাকরি পাবেন। শুক্রবার হাইকোর্টে এই কথাই জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে।
রাজ্য মন্ত্রিসভায় স্কুলে নতুন পদ তৈরির সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার পরই একাদশ–দ্বাদশ ও নবম–দশমে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। গত বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যে ৬৮৬১টি পদ তৈরি করা হয়েছে। নবম–দশম, একাদশ–দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার পুরো বিষয়টি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সম্রাট সেন আদালতকে জানান। আদালত অবশ্য জানিয়ে দিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে নতুন নিয়োগ প্রক্রিয়ার কোনও সরাসরি সম্পর্ক নেই। এই বিষয়ে এখনই আদালতের তরফে কিছু বলা হবে না।