'রকস্টার' থেকে 'জব উই মিট', 'লাভ আজকাল' ইমতিয়াজ আলি ভিন্ন স্বাদের একাধিক প্রেমের ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর পেনের আঁচড়ে আঁকা চরিত্ররা নতুন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে। তাঁর গল্পে প্রেম কখনও এসেছে মিলনের সুখ, কখনও ভালোবাসা ছেড়েছে হাত। কিন্তু দেশপ্রেম? এবার দেশের প্রতি ভালোবাসার গল্প নিয়েই আসবেন ইমতিয়াজ? বৃহস্পতিবার সন্ধ্যায় তেমনই আভাস দিয়েছেন পরিচালক।
আরও পড়ুন: আগের মতো বাংলা ছবি হচ্ছে না, সত্যজিৎ-ঋত্বিকের সেই স্বর্ণযুগ আবার ফিরে আসুক: ইমতিয়াজ আলি
তাঁর কথায়, 'দেশপ্রেমও প্রেমেই গল্প। দেশপ্রেম অমূল্য রত্নের মতো।' পরিচালকের মতে, এই প্রেমেকে অনেকটা যত্ন নিয়ে ফুটিয়ে তুলতে হয়। ইমতিয়াজের কথায়, 'দেশপ্রেমকে গান হোক বা ছবি খুব যত্ন নিয়ে, ভালোভাবে প্রকাশ করতে হয়। এই ধরনের ছবির মাধ্যমে খুব শক্তিশালী বার্তা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়। ইচ্ছে আছে এই বিষয়ের উপরে ছবি বানানোর।'
তবে দেশপ্রেমের কোনও ছবি বলতেই বেশির ভাগ মানুষের কাছে কাশ্মীরের প্রেক্ষাপট ভেসে ওঠে। সঙ্গে বর্তমানে ভারত-পাকিস্তান উত্তাল পরিস্থিতি এই ভাবনাকে আরও উস্কে দিয়েছে। কিন্তু ইমতিয়াজের বহু ছবিতে কাশ্মীরের ছোট ছোট ঝলক আগেো দেখা গিয়েছে। তবে পুরোপুরি কাশ্মীরকে প্রাধান্য দিয়ে আগে কখনও গল্প বোনেননি পরিচালক। তবে এবার কাশ্মীরকে প্রাধান্য দেবেন তিনি। পরিচালকের কথায়, 'কাশ্মীরের প্রেক্ষাপটে আমার একটা পরিকল্পনা আছে, এবার দেখা যাক সেই ছবি হয় কিনা।' বর্তমানে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এখনও চর্চা চলছে, সম্প্রতি কানে সিঁদুর পরে সেই চর্চাকে খানিক উস্কে দিয়েছিলেন ঐশ্বর্যও। যদিও পহেলগাঁও ঘটনার পর পরই গর্জে উঠেছিলেন ইমতিয়াজ।