বাংলা নিউজ > হাতে গরম > কাজ করছে না ইলন মাস্কের এক্স, বিশ্বের নানা প্রান্ত থেকে অভিযোগ নেটিজেনদের, ঠিক কী সমস্যা?
পরবর্তী খবর
কাজ করছে না এক্স। অ্যাপ খোলা যাচ্ছে না ঠিকমতো লোড হচ্ছে ন পোস্ট। সমস্যাটি শুরু হয়েছিল ২২ মে বৃহস্পতিবার থেকে। আন্তর্জাতিক সময় সন্ধে ছটা থেকেই শুরু হয় এই সমস্যা। তার পর থেকে ধীরে ধীরে সমস্যা বেড়েই চলেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সংক্রান্ত রিপোর্ট আসছে। সার্ভার ডাউন থাকলে বা ঠিকমতো কাজ না করলে তা নিয়ে অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর। গত ৪৮ ঘণ্টায় সেখানেই জমা পড়েছে বহু অভিযোগ।
আরও পড়ুন - মাংসের সঙ্গে ফ্রিতে গ্রেভি দেয়নি রেস্তরাঁ, মামলা করতেই বিচারক যা বললেন, লজ্জায় নাক কাটা গেল গ্রাহকের