কিছুদিন ধরেই ফেডারেশনের বিরুদ্ধে আবারও একের পর এক পরিচালক, প্রোডাকশন ডিজাইনার অভিযোগ তুলছিলেন। এবার এই মামলায় কলকাতা হাইকোর্ট পাশে দাঁড়াল পরিচালকদের। ফেডারেশনের দাদাগিরি সঠিক নয় যে সেটাও স্পষ্ট করল।
আরও পড়ুন: 'পালিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
কী ঘটেছে?
সোমবার, ১৯ মে টলিউডের পরিচালক বনাম ফেডারেশনের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই বিচারপতি অমৃতা সিংহ সুস্পষ্ট করে জানিয়ে দেন টলিউডে কেউ যদি স্বাধীন ভাবে কাজ করতে চান তাঁর কাজে বাঁধা দেওয়া যাবে না। কোনও সংগঠন কখনই কারও জীবিকা না ব্যবসা বন্ধ করতে পারে না, সেই অধিকার তাদের নেই।
শুধু তাই নয়, এদিন কলকাতা হাইকোর্টের তরফে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও সংগঠন যাতে কারও কাজ বন্ধ না করে সেটা নিশ্চিত করবে। এতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে পরিচালকরা পুলিশের সাহায্য নিতে পারবেন বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন পরিচালক সুদেষ্ণা রায়। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সম্পাদক জানিয়েছেন তাঁর পূর্ণ আস্থা আছে দেশের আইন ব্যবস্থায়। তিনি জানিয়েছেন, 'এবার রাজ্য সরকার সমস্ত বিষয়টার সঙ্গে যুক্ত থাকবে কারণ তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমাদের কাছে খুবই আশাব্যঞ্জক। শুরু থেকেই হাইকোর্ট আমাদের পক্ষে আছে। তবে বিকেলে অর্ডার বেরোলে বোঝা যাবে কী কী নির্দেশ দিয়েছে হাইকোর্ট পরিচালকদের স্বার্থ রক্ষা করার জন্য।'
আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি সেদিনই যে ১৫ জন পরিচালক মামলা করেছিলেন তাঁদের সবার একসঙ্গে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।