আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলে বড় লাফ দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা সোমবার (৭ এপ্রিল) মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে পয়েন্ট টেবলে নিজেদের জায়গা মজবুত করলেন বিরাট কোহলিরা। যদিও এদিনের জয়ের পরেও তারা তিনেই ছিল, একই পজিশনে থেকে গেল।
এদিকে হারের হ্যাটট্রিক করে ফেলল হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াই করেও হারল তারা। আর এই হারের পরেও মুম্বই একই পজিশনে থাকল। তারা আটে ছিল, সেখানেই থাকল। অর্থাৎ এদিনের ম্যাচের পর পয়েন্ট টেবলে কোনও দলের জায়গাই পরিবর্তিত হল না।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) দিল্লি ক্যাপিটালস- ৩ ম্যাচে ৩টি জয়, ৬ পয়েন্ট, (নেট রানরেট +১.২৫৭)
২) গুজরাট টাইটান্স- ৪ ম্যাচে ৩টি জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +১.০৩১)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৪ ম্যাচে ৩টিতে জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +১.০১৫)
৪) পঞ্জাব কিংস- ৩ ম্যাচে ২টি জয়, ১টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.০৭৪)
৫) কলকাতা নাইট রাইডার্স- ৪ ম্যাচে ২টি জয়, ২টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.০৭০)
আরও পড়ুন: ব্যাট হাতে প্রভাব ফেলতে না পারলে… CSK-র কিংবদন্তি ধোনির অবসর নিয়ে চাঞ্চল্যকর দাবি PBKS কোচের
৬) লখনউ সুপার জায়ান্টস- ৪ ম্যাচে ২টি জয়, ২টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.০৪৮)
৭) রাজস্থান রয়্যালস- ৪ ম্যাচে ২টি জয়, ২টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.১৮৫)
৮) মুম্বই ইন্ডিয়ান্স- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট +০.১০৮)
৯) চেন্নাই সুপার কিংস- ৪ ম্যাচে ১টি জয়, ৩টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.০১০)
১০) সানরাইজার্স হায়দরাবাদ- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৬২৯)