বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে ৩৪ রান করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট। রানের সংখ্যাটা কম হলেও, এর মধ্যেই তিনি পেরিয়ে গেলেন বড় মাইলস্টোন। নিজের টেস্ট কেরিয়ারের ১৩০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার। সচিন তেন্ডুলকরের আরও কাছাকাছি চলে এলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।
জিম্বাবোয়ে দল ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে খেলতে গেছিল। কিন্তু ট্রেন্ট ব্রিজের মাঠে ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারের শতরানে প্রথম দিনেই ৩ উইকেটে ৪৯৮ রান করল জিম্বাবোয়ে। জ্যাক ক্রলি ১২৪, বেন ডাকেট ১৪০ রান করার পর ওলি পোপ প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ১৬৯ রানে। আর সেই ইনিংসেই ৩৪ রান করে টেস্টে বড় মাইলস্টোন ছুঁলেন রুট। ৪৪ বলের ইনিংসে তিনি পেরিয়ে গেলেন টেস্টে ১৩ হাজার রানের গণ্ডি। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে এই মাইলস্টোন গড়লেন রুট। আর গোটা বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে টেস্টে ১৩ হাজার রানের ক্লাবে ঢুকলেন তিনি।
দ্রুততম ১৩০০০ রান জো রুটের
টেস্টে ১৩০০০ রানের পথে রুট ভেঙে দিলেন সচিন তেন্ডুকর, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়দের রেকর্ডও। ১৫৩তম ম্যাচে এই নজির গড়েছেন রুট। দঃ আফ্রিকার জ্যাক ক্যালিসের ১৩০০০ রানের রেকর্ড ছিল ১৫৯ ম্যাচে। রাহুল দ্রাবিড় ১৬০ ম্যাচে. রিকি পন্টিং ১৬২ ম্যাচে এবং সচিন তেন্ডুলকর ১৬৩ ম্যাচে এই ক্লাবে প্রবেশ করেছিলেন।
দ্রাবিড়-ক্যালিস-পন্টিংয়ের পিছনে রুট
বর্তমানে ইংল্যান্ডের তারকা ব্যাটারের কেরিয়ারে টেস্ট রান ১৩০০৬। সচিন তেন্ডুলকরের থেকে আর ২৯১৫ রান দূরে রয়েছেন রুট। আপাতত টেস্টে সর্বোচ্চ রানের মালিকদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন রুট। তাঁর সামনে রয়েছেন রাহুল দ্রাবিড়, যিনি ২৮২ রান বেশি করেছেন। আর রিকি পন্টিংকে টপকে যেতে রুটের প্রয়োজন ৩৭৩ রান। জ্যাক ক্যালিসের থেকে তিনি আপাতত পিছিয়ে রয়েছেন ২৮৩ রানে।
রুটের টার্গেট সচিনের রেকর্ডে
ফলে সামনে থাকা কয়েকজনের রেকর্ড যে রুট এই বছরই সম্ভবত ভেঙে ফেলবেন, সেকথা বলাই যায়। তবে সচিন তেন্ডুলকরের রেকর্ড তাঁর পক্ষে ভাঙা সম্ভব হবে কিনা, সেই দিকেই নজর রয়েছে ক্রিকেট বিশ্বের। বর্তমানে রুটের বয়স ৩৪ বছর। ফলে আগামী তিন-চার বছর যদি নিজের ভালো ফর্ম ধরে রাখতে পারেন ইংল্যান্ডের এই ব্যাটার, তাহলে সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড যে আর অক্ষত থাকবে না, সেকথা বলাই বাহুল্য।