Uttar Pradesh vs Tripura Syed Mushtaq Ali Trophy: চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির তিন ম্যাচে মাঠে নেমে টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন রিঙ্কু সিং।
ব্যাটে রিঙ্কু ও বল হাতে ভুবনেশ্বর কুমার নজর কাড়েন। ছবি- বিসিসিআই।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফের ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেন রিঙ্কু সিং। ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলেন নীতীশ রানাও। নীতীশ-রিঙ্কুর যুগলবন্দিতেই ত্রিপুরার বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় উত্তরপ্রদেশ।
দেরাদুনে ই-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। রিঙ্কু সিং ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির তিন ম্যাচে এটি রিঙ্কুর টানা দ্বিতীয় অর্ধশতরান। নাগাল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তার আগে তামিলনাড়ুর বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রিঙ্কু ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২২ রান করে আউট হন।
সুতরাং, চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির তিন ম্যাচে ব্যাট করতে নেমে রিঙ্কু সিং ১৩০.০০ গড়ে ১৩০ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। স্ট্রাইক-রেট ১৫৪.৭৬। তিনি ১২টি চার ও ৫টি ছক্কা মেরেছেন।
রিঙ্কুর পাশাপাশি এদিন ত্রিপুরার বিরুদ্ধে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন সমীর রিজভি। তিনি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। নীতীশ রানা ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৩০ রান করেন। এছাড়া ওপেন করতে নেমে ক্যাপ্টেন করণ শর্মা ৪টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ২০ রান করেন। অপর ওপেনার অভিষেক গোস্বামী ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন। ত্রিপুরার অজয় সরকার ৪ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে ত্রিপুরা ১৯.১ ওভারে ১২১ রানে অল-আউট হয়ে যায়। ৬৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে উত্তরপ্রদেশ। রজত দে ২১ বলে ৩৬ রান করেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩৫ বলে ৩০ রান করেন গণেশ সতীশ। তিনি ৪টি চার মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২০ রান করেন মণিশঙ্কর মুরাসিং। সুদীপ চট্টপাধ্যায় ৫ বলে ২ রান করে আউট হন।