শুভমন গিলের টেস্ট নেতৃত্ব পাওয়ার ফলে টিম ইন্ডিয়ায় নতুন যুগের সূচনা হতে চলেছে। বিসিসিআই-এর এমন সিদ্ধান্তের পরে যুবরাজ সিংয়ের প্রশংসা করলেন যোগরাজ সিং। তাঁর মতে যুবরাজের দিশা দেখানোর পরেই এমন সাফল্য পেয়েছেন শুভমন গিল। যোগরাজ সিং বলেছেন, ‘যুবরাজ সিংয়ের দিশা এবং বাবার পরিশ্রমেই আজ গিল ভারতের অধিনায়ক হয়েছেন।’
ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমন গিলের যাত্রা শুরু হওয়ার আগেই প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং তাঁর প্রশংসা করলেন। গিলের সাফল্যের পিছনের মূল দুই ব্যক্তির কথা বললেন যোগরাজ সিং। গিলের বাবা এবং প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের কথা বললেন যোগরাজ সিং।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যোগরাজ সিং বলেন, ‘গিলের পারফরম্যান্সের কৃতিত্ব যায় তার বাবার এবং যুবরাজ সিংয়ের উপর।’
যুবরাজের দিশা দীর্ঘ পথ দেখাবে গিলকে — মত যোগরাজের
২৫ বছর বয়সি গিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন। এই দায়িত্ব গ্রহণকে একটি প্রজন্মগত পরিবর্তন হিসেবে দেখছেন অনেকেই। তবে যোগরাজ সিং বলেন, ‘যদি আজ গিল অধিনায়ক হতে পারে এবং দীর্ঘদিন এই পদে টিকে থাকতে পারে, তবে তাতে যুবরাজ সিংয়ের অবদান অপরিসীম।’ তিনি আরও বলেন, ‘যুবরাজ সিং, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক, গিলকে নিজের ছায়ায় বড় করেছে — এটা বিশাল ব্যাপার।’
আরও পড়ুন … প্রিমিয়ার লিগের চেয়েও বড় IPL! DC ম্যাচের পরে PBKS ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের অবাক করা মন্তব্য
আইপিএল থেকে আন্তর্জাতিক নেতৃত্বের পথে গিল
শুভমন গিল এখন পর্যন্ত ৩২টি টেস্টে ৫টি সেঞ্চুরির সাহায্যে ১৮৯৩ রান করেছেন। তিনি আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি সিরিজেও অধিনায়কত্ব করেছেন। এ ছাড়া সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই ইংল্যান্ড সফরে গিলের নেতৃত্বাধীন ১৮ সদস্যের ভারতীয় টেস্ট দল নতুন যুগে প্রবেশ করতে চলেছে, কারণ রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে বিদায়ের পর নেতৃত্বের ভার এখন গিলের কাঁধে।
আরও পড়ুন … করুণ নায়ারও বলেছিল ওটা ছক্কা… DC-র কাছে হেরে আম্পায়ারের উপর চটলেন PBKS-এর সহ-মালিক প্রীতি জিন্টা
যুবরাজ সিং বলেন, ‘গিল আর অভিষেক ব্যাটিং করলে আমি নার্ভাস হয়ে যাই।’ অবসরের পর থেকে যুবরাজ সিং তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে ব্যস্ত, যাদের মধ্যে অন্যতম শুভমন গিল ও অভিষেক শর্মা। YouTube চ্যানেল Curly Tales-এ দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘যখন অভিষেক ও গিল ব্যাট করে, আমি নার্ভাস হয়ে পড়ি।’
যুবরাজের মা শবনম আরও বলেন, ‘অনেকেই ওদের ভয় পায়, গেমের পর সন্ধ্যায় যুবরাজ ওদের ফোন করে জিজ্ঞেস করে — ‘এই শটটা কেন খেললি?’ ওরা ভয়ে থরথর করে কাঁপে।’
ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট: ২০ জুন, হেডিংলি, লিডস
ভারতীয় দল সফরের প্রথম টেস্ট খেলবে ২০ জুন হেডিংলিতে, যা হবে গিলের অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচ।
আরও পড়ুন … অপেক্ষার অবসান! সব জল্পনা উড়িয়ে IPL 2025 প্লে-অফের আগেই RCB শিবিরে যোগ দিলেন অজি পেসার জোশ হেজেলউড
ভারতের টেস্ট দল (ইংল্যান্ড সিরিজ):
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।