সুরার হাত ধরে আরবাজ যখন ৪ লেয়ারের বিশাল কেক কাটছিলেন, তখনও বাবার পাশে এসে দাঁড়িয়েছিল বছর ২১-এর আরহান। কেক কেটে আরহানকে খাইয়ে দিল তার সৎ মা সুরা। ছুটল ওয়াইনের ফোয়ারা। অপরপ্রান্ত থেকে ওয়াইনের বোতল দাদা আরবাজের হাতে দেন অর্পিতা। সেখানে সলমন, অলভিরা সহ খান পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা যায়।
বাবার বিয়েতে লাজুক হাসি নিয়ে পাশে ছেলে
দিনটা ২৪ ডিসেম্বর, রবিবার বিকেলে নিকাহ পর্বের পর রাতে জমে উঠেছিল পার্টি। অনুষ্ঠানস্থল অর্পিতা খান শর্মার বাড়ি। সেখানেই 'সুরা'য় ডুব দিলেন আরবাজ, চোখে চোখে কথা হল নব দম্পতির।
মিউজিকের সঙ্গে আরবাজ গাইলেন, 'তেরে মস্ত মস্ত ইয়ে নয়ন'। সলমনের ভাইয়ের মুখে তখন লাজুক হাসি, অপরপ্রান্তে প্যাস্টেল রঙের গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন সুরা। তাঁর চোখ-মুখও খুশিতে উজ্জ্বল। বাবা যখন, 'তেরে মস্ত মস্ত দো নয়ন, মেরা দিলকা লে গ্যায়ে চ্যায়ন' গাইছেন, তখন লাজুক হাসি নিয়ে বাবার পাশে এসে দাঁড়ালেন আরবাজ-মালাইকা পুত্র আরহান। কোনওরকম দ্বিধা ছেড়ে সৎ মায়ের সঙ্গে বাবার এই খুশির দিনে আরহানকেও হাসিখুশিই দেখাল। আরবাজ এদিন পরেছিলেন ক্রিম রঙের ফ্লোরাল জ্যাকেটে, আরহানকে দেখা গেল কালো স্যুটে। বাবা-ছেলে গান গাইতে গাইতে শুরু করলে হাততালি দিয়ে ওঠেন সুরা। এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিকে আবার সুরার হাত ধরে আরবাজ যখন ৪ লেয়ারের বিশাল কেক কাটছিলেন, তখনও বাবার পাশে এসে দাঁড়িয়েছিল বছর ২১-এর আরহান। কেক কেটে আরহানকে খাইয়ে দিল তার সৎ মা সুরা। ছুটল ওয়াইনের ফোয়ারা। অপরপ্রান্ত থেকে ওয়াইনের বোতল দাদা আরবাজের হাতে দেন অর্পিতা। সেখানে তখন উপস্থিত সলমন, অলভিরা সহ , সোহেল খান পরিবারের অন্যান্য সদস্যরা।