মানুষ প্রেমে পড়লে শুধু অন্ধ নয়, বোধবুদ্ধিহীনও যে হয়ে যান নিজেকে তারই সবথেকে বড় প্রমাণ বলে মনে করেন মিশমি দাস। এক সময় অভিনয়ই ছিল তাঁর জগৎ। কিন্তু প্রেমে পড়ার পর সেই অভিনয় ছেড়ে চলে গিয়েছিলেন শহরের বাইরে। কিছু সময় পর বুঝেছিলেন কত বড় মারাত্মক ভুল করেছেন তিনি। তাই আবার নিজের শহরেই ফিরে আসেন, শুরু করেন কাজ।
কিন্তু প্রেম যে ভরসা ভেঙে দিয়েছে, সেটা কি নতুন করে তৈরি করা সম্ভব? প্রেম ভাঙার তিক্ত অভিজ্ঞতা আপাতদৃষ্টিতে কম মনে হলেও মনে যে ক্ষত তৈরি হয়েছে , তা থেকে এত সহজে বের হওয়া কি সম্ভব? অভিনেত্রী মিশমি দাসের কথায় সেকথাই স্পষ্ট হয়ে যায়। প্রেমে আঘাত পাওয়ার পর আপাতত তিনি পুরুষবর্জিত একটি জীবন বেছে নিয়েছেন।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিশমি বলে বসেন, পুরুষদের সৃষ্টি করা ‘ভগবানের ভুল’ বলেই মনে করেন তিনি। পুরুষদের বোঝার ক্ষমতা নারীদের থেকে অনেকটাই কম হয়। নিজের ‘সিঙ্গল’ জীবনেই তিনি ভীষন খুশি বলেও জানান। পুরুষ বর্জিত একটি জীবন বেছে নিয়ে তিনি যে ভুল করেননি, সেটাও বারবার জানান অভিনেত্রী।
বিয়ের কথা এখন একেবারেই চিন্তাভাবনা করছেন না মিশমি। তাঁর নাকি কাউকেই পছন্দ হয় না। তবে সত্যিই যদি সংবেদনশীল কাউকে খুঁজে পান, সেটা যে বয়সেই হোক না কেন তিনি অবশ্যই বিয়ে করবেন। তবে আপাতত একাই থাকতে চান মিশমি। শেষ বয়সে গিয়ে যদি সন্ন্যাসিনী হয়ে যেতে হয় তাতেও বিন্দুমাত্র আপত্তি নেই অভিনেত্রীর।
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
তবে নিজে বিয়ের কথা চিন্তাভাবনা না করলেও যে বন্ধুরা বিয়ে করছেন, তাদের শুভকামনা জানাতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না অভিনেত্রী। কিছুদিন আগেই অভিষেক বসু আর শার্লি মোদকের বিয়েতে চুটিয়ে আনন্দ করতেও দেখা গিয়েছে মিশমিকে। তবে আপাতত শুধু অভিনয় নিয়েই নিজের জীবনে ব্যস্ত থাকতে চান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি জি বাংলায় ‘ফুলকি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিশমি দাস। ৭০০ পর্ব পার করেছে এই ধারাবাহিক। টিআরপির দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে ধারাবাহিকটি। পরিবার এবং ধারাবাহিক, এই দুই মিলিয়েই আপাতত ব্যস্ত মিশমি।