বিগত ১ মাস ধরে আইপিএলের চক্করে, মেগা সিরিয়ালের টিআরপি বেশ কম। এমনকী, বেঙ্গল টপারের নম্বরও ঘোরাঘুরি করছে ৬-এর কোঠায়। যেখানে সাধারণত ৮ বা ৯-এ উঠে যায় নম্বর। তারওপর কম টিআরপি থাকায় ২-৩ মাসেও বন্ধ করা হচ্ছে মেগা, তালিকায় আপাতত দুগ্গামণি ও বাঘ মামা। তবে এরই মাঝেয়, মাথায় হাত টেলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের। খবর আসছে যে, ৩টি মেগার বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘একদিন সারা রাত ধরে…’! বিয়ের আগে একবার ঘুমোতেই দেননি সৌরভকে, কী করেছিলেন দর্শনা
কোন তিনটি মেগা? জি বাংলার 'দাদামণি' ও 'কুসুম' এবং স্টার জলসার 'রাণী ভবানী'-র শ্যুট বন্ধ। জানা যাচ্ছে যে, দীর্ঘ সময় বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। তাই নতুন মেগার কাজ তাঁরা শুরু করবে না এখন। যদিও যাতে সম্প্রচারে ব্যাঘাত না ঘটে, তাই পুরনো মেগাগুলির শ্যুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে, চ্যানেল-প্রযোজক-টেকনিশিয়ানদের ফেডারেশন, সব পক্ষ মিলে আলোচনা করে নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেইএই ৩ মেগার কাজ শুরু হবে।
আরও পড়ুন: না কোনো ভগবান, না পরিবারের কেউ! কার ছবি মানিব্যাগে সবসময় রাখেন অক্ষয় কুমার
এদিকে, এই তিনটির মধ্যে, 'কুসুম'-এর স্লট ঘোষণা হয়ে গিয়েছে। জানানো হয়েছে, জি বাংলার পর্দায় রোজ বিকেলে সাড়ে পাঁচটা থেকে দেখা যাবে। সেক্ষেত্রে এভাবে শ্যুটিং বন্ধ থাকলে, নিঃসন্দেহেই সঠিক সময়ে সম্প্রচার শুরুতে সমস্যায় পড়বে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। এখন দেখার তিষ্কার মেগা আদৌ ঘোষিত সময়ে শুরু হতে পারে কি না!
আরও পড়ুন: কোলে তারা মা, নতুন বাড়িতে তন্বী, গায়ে লাল শাড়ি, করলেন প্রয়াত মায়ের স্বপ্নপূরণ
অন্য দুই মেগা ‘দাদামণি’ আর ‘রাণী ভবানী’-র প্রোমোও এসে গিয়েছে টিভি ও সোশ্যাল মিডিয়াতে। নিনি চিনিজ মাম্মা'র প্রোডাকশনে আসছে 'দাদামণি'। আর বাংলা টকিজ-এর প্রযোজনায় আসছে 'রাণী ভবানী'। দাদামণিতে মুখ্য চরিত্রে প্রতীক সেন ও রাণী ভবানী দিয়ে টিভিতে ডেবিউ রাজনন্দিনী পালের। তবে দর্শকরা ততদিন এই তিনটি মেগা দেখতে পারবেন না, যতদিন না প্রযোজক-ফেডারেশন-চ্যানেল বসে সবটা মিটমাট না করে নিচ্ছেন।