মঙ্গলবার অক্ষয় কুমারের ছবি 'হাউজফুল ৫'-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে ১৮ জন অভিনেতাকে দেখা যাবে। এই ছবির ট্রেলার লঞ্চের ইভেন্টে, অক্ষয় কুমার তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি বড় তথ্য প্রকাশ করেছেন। কার ছবি সবসময় রাখেন পার্সে, করেছেন খোলসা। অবাক করার বিষয় হল, এই ছবিটি অক্ষয় কুমারের স্ত্রীর নয়, তাঁর মায়েরও নয়, বা তাঁর দুই সন্তানেরও নয়। তাহলে?
অক্ষয় কুমার সবসময় তাঁর পার্সে বিখ্যাত কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের একটি ছবি রাখেন। নমস্তে বলিউড নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল অক্ষয় কুমারের একটি ভিডিয়ো শেয়ার হয়েছে। সেই ভিডিয়োতে অভিনেতাকে বলতে শোনা গেল যে, তিনি সবসময় তার পার্সে চার্লি চ্যাপলিনের একটি ছবি রাখেন।
অক্ষয়কে বলতে শোনা গেল, ‘আমি চার্লি চ্য়াপলিনের একজন বড় ভক্ত। খুব বড়। আমি আপনাদের দেখাতেও পারি, আমার ওয়ালেটে সবসময় ওঁর একটা ছবি থাকে। এর কারণ হল, উনি যেভাবে কমেডি করেছেন, মুখ থেকে একটাও শব্দ বের না করে, শুধু মাত্র শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে, সেই ধরনের কমেডির আমি একজন বড় ভক্ত। এই সিনেমাতে (হাউজফুল ৫) আপনারা সেই ধরনেরকমেডি দেখতে পারবেন। এখন যদিও এরকম কৌতূকের কদরকমে যাচ্ছে। বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে হাসানো খুবই কঠিন।’
হাউজফুল ৫ সম্পর্কে কথা বলতে গেলে এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পান্ডে, রঞ্জিত মোরে, জনি লিভার-এর মতো একাধিক প্রথম সারির অভিনেতা। এছাড়াও রয়েছেন সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর এবং আকাশদীপ সাবির।
হাউজফুল ফ্র্যাঞ্চাইজির অন্যান্য মতো এই সিনেমাতেও কমেডি এবং অ্যাকশনের সংমিশ্রণ দেখা যাবে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় তৈরি হয়েছে এই সিনেমা। ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাচ্ছে হাউজফুল ৫।
একটা খুনকে ঘিরে, পুরো ছবি জুড়ে থাকবে রহস্য এবং বিস্তর গোলমাল। তবে শেষটায় নাকি বড় চমক। শোনা যাচ্ছে, দুরকম সমাপ্তি থাকছে সিনেমার। দর্শকরাও পছন্দ মতো সমাপ্তি বেছে দেখতে পারবেন হাউজফুল ৫। প্রথমার্ধে গল্প একইরকম থাকলেও, শেষ ২০ মিনিটের মাথায় নাকি এসে, গোটাটাই বদলে যাবে। অর্থাৎ ডবল ধামাকা। দু দুবারও হয়তো দেখবেন কোনো কোনো দর্শক। মানে টিকিট বিক্রিও ডবল। এবার দেখার অক্ষয়ের ‘ফ্লপ-ভাগ্য’ কতটা বদলায়।