বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri 10-Alor Kole: 'এই আমার অত বয়স মোটেই নয়...' দাদাগিরিতে আলোর কোলের আয়েশাকে ধমক সৌরভের, কী হল?
পরবর্তী খবর
Dadagiri 10-Alor Kole: 'এই আমার অত বয়স মোটেই নয়...' দাদাগিরিতে আলোর কোলের আয়েশাকে ধমক সৌরভের, কী হল?
1 মিনিটে পড়ুন Updated: 28 Nov 2023, 08:56 PM ISTSubhasmita Kanji
Dadagiri 10-Alor Kole: সদ্যই শুরু হয়েছে আলোর। কোলে ধারাবাহিক। আর ঠিক তার এক সপ্তাহের মাথাতেই দাদার সঙ্গে দাদাগিরি করতে আসবেন এই ধারাবাহিকের কলাকুশলীরা।
দাদাগিরিতে আলোর কোলের আয়েশাকে ধমক সৌরভের
সদ্যই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন দুটি ধারাবাহিকে। বহুদিন পর নতুন কাজ নিয়ে কৌশিকের বিপরীতে এসেছেন স্বীকৃতি মজুমদার। শুরু হয়েছে তাঁদের ধারাবাহিক আলোর কোলে। আর এই ধারাবাহিকের কলাকুশলীরা এবার খেলতে আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। চলতি সপ্তাহের শনিবার সম্প্রচারিত হবে সেই পর্ব। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রোমো। সেখানেই এই ধারাবাহিকের খলনায়িকাকে ধমক দিতে দেখা গেল সৌরভকে।
আলোর কোলে ধারাবাহিকের কলাকুশলীরা দাদাগিরিতে
জি বাংলার তরফে সদ্যই যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে স্বীকৃতি মজুমদার এবং আয়েশা ভট্টাচার্যকে নাচ করতে দেখা যায়। তাঁদের দুজনকে হায় চকাচক চকাচক গানে নাচতে দেখা যায়। এরপরই সৌরভের সঙ্গে গল্প শুরু করেন কলাকুশলীরা।
এক অভিনেত্রী বলেন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে সামনে থেকে দেখে খুব ভালো লাগল। এরপরই আয়েশা বলে ওঠেন, 'আমার মা তোমার দারুণ ফ্যান। তুমি আমার মায়ের ছোটবেলার ক্রাশ। তাই সামনে থেকে তোমায় দেখে ভীষণ খুশি আমি।' এটা শুনেই রে রে করে ওঠেন সৌরভ।