বাংলা নিউজ > বায়োস্কোপ > Fighter Song: আকাশে ওড়ার জন্য প্রস্তুত হৃতিক-দীপিকা, ফাইটারের নতুন গান ‘হীর আসমানি’তে রয়েছে দেশাত্মবোধের ছোঁয়া
পরবর্তী খবর
Fighter Song: আকাশে ওড়ার জন্য প্রস্তুত হৃতিক-দীপিকা, ফাইটারের নতুন গান ‘হীর আসমানি’তে রয়েছে দেশাত্মবোধের ছোঁয়া
1 মিনিটে পড়ুন Updated: 08 Jan 2024, 06:28 PM ISTSubhasmita Kanji
Fighter Song: প্রকাশ্যে এল ফাইটার ছবির নতুন গান হীর আসমানি। সিদ্ধার্থ আনন্দের ছবির এই গানে দেখা মিলল হৃতিক, দীপিকার।
প্রকাশ্যে ফাইটারের নতুন গান ‘হীর আসমানি’
আর কয়েকদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন ছবিতে আছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, প্রমুখরা। এটি একটি আদ্যোপান্ত এরিয়াল অ্যাকশন ছবি। শের খুল গয়ে এবং ইশক জ্যায়সা কুছ এর পর প্রকাশ্যে এল এই ছবির তৃতীয় গান হীর আসমানি। এখানে দেখা মিলল হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন সহ অনিল কাপুর, করণ সিং গ্রোভার, প্রমুখ।
হীর আসমানিতে কী দেখা গেল?
এই গানে দীপিকা এবং হৃতিককে তাঁদের ইউনিফর্মে দেখা যাচ্ছে। তাঁরা বিমান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এরপর হৃতিক, দীপিকা, করণ এবং অক্ষয়ের বন্ধুত্বের ঝলক দেখা যায়। অনিলকে দেখা যায় বাকিদের ট্রেনিং দিতে। গানটি কম্পোজ করেছেন বিশাল শেখর। গেয়েছেন বি প্রাক এবং লিখেছেন কুমার।
সিদ্ধার্থ আনন্দ গানটি শেয়ার করে লেখেন, 'হীর আসমানি গানটি এয়ার ড্রাগনদের বিশেষ স্কোয়াডকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। সেখানে ক্রিউদের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়েছে। বিমান চালকদের কাছে আকাশের জন্য ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।'
তিনি এদিন আরও লেখেন, 'হীর আসমানি গানটির ফ্লেভার ভীষণই ইউনিক। গানটি অনন্য মাত্রায় নিয়ে গেছেন বি প্রাক।'