শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে সাত পাক ঘুরবেন এই দক্ষিণী অভিনেত্রী। পেশায় মুম্বই নিবাসী ব্যবসায়ী সোহেল। আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি।
ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘বিয়ের অনুষ্ঠান শুরু আগে মাতা কি চৌকির পরিকল্পনা করছেন তাঁরা। জয়পুরে বিয়ে হলেও মুম্বইতেই বিয়ের সমস্ত আয়োজন শুরু করতে চেয়েছিলেন হনসিকা। এই কারণেই তিনি আগামী সপ্তাহে মুম্বইয়ের শহরতলিতে মাতা কি চৌকির আয়োজন করে ভক্তিমূলক ভাবে সবকিছু শুরু করতে চান।’ সূত্র মারফত খবর, শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে মাতা কি চৌকির আয়োজন করেছেন।
এই ডিসেম্বর যোধপুরে বসছে হনসিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান। আপতত জোর কদমে চলছে প্রস্তুতি। ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি চলবে বিয়ের নানা অনুষ্ঠান। কাছের বন্ধু আর পরিবারকে নিয়ে জয়পুর উড়ে যাবেন দম্পতি। যতদূর খবর বলছে সাতপাক ঘুরবেন ৪ তারিখ বিকেলে। ২ ডিসেম্বর থাকবে সুফি নাইট। আর ৩ তারিখ হবে মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান।
আরও পড়ুন: কেক, বেলুন, আলোয় সেজে উঠেছে গোটা বাড়ি, সদ্যোজাতকে নিয়ে বাড়ি এলেন দেবিনা