মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আড়ি ছবিটি। এখানে উঠে এসেছে মা ছেলের গল্প। মুখ্য তিনটি চরিত্রে দেখা গিয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, এবং নুসরত জাহানকে। যশ প্রযোজিত এই ছবিতে বর্ষীয়ান অভিনেত্রীকে তাঁর মায়ের চরিত্রে দেখা গিয়েছে। আড়িতে কাজ করতে গিয়ে মৌসুমী চট্টোপাধ্যায়ের থেকে কী কী টিপস পেয়েছেন এই তারকা জুটি? কী জানালেন?
আরও পড়ুন: গীতা এলএলবি ছেড়ে এবার চিরদিনই তুমি যে আমার-এ টুম্পা? জল্পনা রটতেই বললেন, 'আমাকে ভাবা হয়েছিল...'
কী ঘটেছে?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান জানিয়েছেন যে তাঁরা আড়ি ছবিটির শ্যুটিং চলাকালীন মৌসুমী চট্টোপাধ্যায়ের থেকে সম্পর্কের বিষয়ে কী কী টিপস পেয়েছেন। নুসরত এদিন জানান, 'উনি আমাদের বলেছেন, ঘরের ভিতর যাই করো, বাইরে নাকি সবসময় সেজেগুজে হাতে হাত ধরে ঘুরতে হবে। আমি বললাম সেটা হয়।'
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
তাঁর কথার রেশ ধরে যশ দাশগুপ্ত বলেন, 'হ্যাঁ, মানে বাড়িতে যাই হোক বাইরে কেউ যেন সেটা টের না পায়।' তবে এটা সবথেকে জরুরি সম্পর্কের টিপস ছিল না। ভাবছেন তাহলে কি? মৌসুমী চট্টোপাধ্যায় তাঁদের সম্পর্ক থেকে তৃতীয় ব্যক্তিকে দূরে রাখার কথা বলেছেন। এই প্রসঙ্গ মনে করে নুসরত বলেন, 'সবথেকে ভালো যে পরামর্শ দিয়েছেন, সম্পর্ক থেকে তৃতীয় ব্যক্তিকে দূরে রাখবে। সবসময়। যে কোনও সম্পর্কে তৃতীয় ব্যক্তি মোটেই ভালো বুদ্ধি নয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, যাকেই উনি এই বুদ্ধি দিয়েছেন বা দেন একদম সঠিক বুদ্ধি দেন। জীবনের শিক্ষাগুলো দারুণ।'
আড়ি ছবি প্রসঙ্গে
আড়ি ছবিটির পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। মুখ্য ভূমিকায় যশ দাশগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায় এবং নুসরত জাহান। যশ দাশগুপ্ত ফিল্মস এই ছবিটির প্রযোজনা দায়িত্ব সামলেছে। গত ২৫ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি।