বাংলা নিউজ > বায়োস্কোপ > Animal BO: বক্স অফিসে গর্জে চলেছে অ্যানিম্যাল, কেজিএফ ২-র রেকর্ড ভেঙে রণবীরের ছবি পেল কোন তকমা?
পরবর্তী খবর
Animal BO: বক্স অফিসে গর্জে চলেছে অ্যানিম্যাল, কেজিএফ ২-র রেকর্ড ভেঙে রণবীরের ছবি পেল কোন তকমা?
1 মিনিটে পড়ুন Updated: 16 Dec 2023, 10:11 PM ISTSubhasmita Kanji
Animal BO: বক্স অফিসে অদম্য অ্যানিম্যাল। বিতর্কের মাঝে তরতরিয়ে বাড়ছে ছবির আয়। তার মধ্যেই নতুন পালক লাগল ছবির মুকুটে।
কেজিএফ ২-র রেকর্ড ভেঙে রণবীরের ছবি পেল কোন তকমা?
বক্স অফিসে একেবারেই অদম্য অ্যানিম্যাল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়। মুক্তি পাওয়ার পর থেকেই নজর কেড়েছে রণবীর কাপুরের রাফ অ্যান্ড টাফ লুক। একাধিক বিতর্কের মাঝে চুটিয়ে ব্যবসা করছে রণবীর কাপুরের এই ছবি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিতে রণবীর ছাড়াও আছেন রশ্মিকা মন্দানা, তৃপ্তি দিমরি, অনিল কাপুর, ববি দেওল, প্রমুখ।
বক্স অফিসে অ্যানিম্যাল এর ব্যবসা
অ্যানিম্যাল মুক্তি পাওয়ার তৃতীয় শুক্রবার এই ছবিটি বক্স অফিসে ১৩০ কোটি টাকা আয় করেছে। হ্যাঁ, ঠিকই পড়লেন ১৩০ কোটি। এই ছবির মোট আয় গিয়ে এদিন দাঁড়িয়েছে ৪২৬ কোটি টাকা।
এই বিপুল আয়ের সঙ্গে অ্যানিম্যাল ছবিটি নতুন রেকর্ড গড়ল। ভারতের সব থেকে বেশি আয় করা পঞ্চম ছবি হিসেবে নিজেকে তুলে ধরল রণবীর কাপুরের অ্যানিম্যাল। তার আগে আছে জওয়ান, পাঠান, গদর ২ এবং বাহুবলি ২। ভাবছেন কেজিএফ কোথায় গেল? অ্যানিম্যাল সেই ছবির রেকর্ড ভেঙে এগিয়ে গিয়েছে অনেকটাই।
আগামী বড়দিনের সময় মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি এবং প্রভাস অভিনীত সালার। তার আগে এই ছবিটি যে এখনও বেশ কয়েকদিন বক্স অফিসে চালিয়ে খেলবে থুড়ি দারুণ ব্যবসা করবে সেটা বেশ বোঝ যাচ্ছে। অ্যানিম্যালের আয়ের গতি এখনই কমছে না। তবে এখন সবার লক্ষ্য একটাই যে এই ছবি কবে ৫০০ কোটির গণ্ডি টপকাবে।