রণিত রায়ের উত্তরে সুইগি লেখেন, তাঁরা আশা করেন তাঁদের ডেলিভারি পার্টনার সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলবেন।
রণিত রায়, অভিনেতা
অনলাইন খাবার অর্ডার করেছিলেন কেউ, আর সেই খাবারই পৌঁছে দিতে যাচ্ছিলেন 'সুইগি'র এক ডেলিভারি বয়। আর সেই ডেলিভারি বয়কে এক প্রকার মেরেই ফেলছিলেন রণিত রায়। কিন্তু কেন? একথা নিজেই এক্স-এর মাধ্যমে সকলের সামনে এনেছেন অভিনেতা রণিত রায়।
রণিত জানিয়েছেন, ওই ডেলিভারি বয় ট্রাফিক মানেননি। রাস্তার সম্পূর্ণ উল্টো দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আরেকটু হলেও তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারত। আর তাতেই বেজায় চটে যান অভিনেতা। ঠিক কী লিখেছেন রণিত?
'সুইগি'কে ট্যাগ করে রণিত লেখেন, 'আমি আপনাদের একজন ডেলিভারি বয়কে প্রায় মেরেই ফেলেছিলাম। ওঁদের অবশ্যই নির্দেশাবলী মেনেই বাইক চালানো উচিত। ছোট বৈদ্যুতিক মোপেড চালানোর অর্থ এই নয় যে তাঁরা রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালাবেন। তাও আবার যেদিকে ট্র্যাফিক (অন্যান্য গাড়ি) আসছে সেই দিকে চালাচ্ছিলেন৷ আপনারা (সুইগি) কি তাঁদের জীবনের কথা চিন্তা করবেন না, নাকি এটা শুধুই ব্যবসা!