বাংলা নিউজ > বায়োস্কোপ > Satyajit's Grandson Wife: 'খুবই লক্ষ্মী বউমা...' বিয়ের এক বছর পর রিসেপশন সত্যজিতের নাতি সৌরদীপের! মানিকবাবুর নাতবউ কে?
পরবর্তী খবর
Satyajit's Grandson Wife: 'খুবই লক্ষ্মী বউমা...' বিয়ের এক বছর পর রিসেপশন সত্যজিতের নাতি সৌরদীপের! মানিকবাবুর নাতবউ কে?
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2024, 05:33 PM ISTSubhasmita Kanji
Satyajit Ray's Grandson Wife: সদ্যই বিয়ে করেছেন সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ। বহুদিনের প্রেমিকাকে প্রায় চুপিচুপি বিয়ে করার পর অনুষ্ঠিত হয়ে গেল গ্র্যান্ড রিসেপশনও। কিন্তু পাত্রী কে জানেন?
বিয়ের এক বছর পর রিসেপশন সত্যজিতের নাতি সৌরদীপের!
ফাল্গুনের শেষ লগ্ন প্রায় হাজির। বাংলা বছরের শেষ কয়েকটি বিয়ের সানাইয়ের শব্দই এখন হাওয়ায় ভাসছে। আর এ হেন বিয়ের মরশুম টলিউডের অনেকেই ছাদনাতলায় যাচ্ছেন। অনুপম রায় থেকে শুরু করে কাঞ্চন মল্লিক এবং অন্যান্যরা। বাদ গেলেন না সত্যজিৎ রায়ের নাতিও। প্রায় চুপিচুপি বিয়ে করে নিলেন সৌরদীপ রায়। ১ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল তাঁর বিয়ের গ্র্যান্ড রিসেপশনও। কিন্তু পাত্রী কে জানেন?
সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ তাঁর দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছেন। ছেলের বিয়ের প্রসঙ্গে পরিচালক সন্দীপ রায়ের স্ত্রী তথা সৌরদীপের মা ললিতা রায় টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এক বছর আগেই সৌরদীপ বিয়ে করেছেন তাঁর বান্ধবী শ্রীজাতাকে।
রেজিস্ট্রি করেই বিয়ে করেছেন তাঁরা। শ্রীজাতার পুরো নাম শ্রীজাতা মজুমদার। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পুত্রবধূর বিষয়ে কথা বলতে গিয়ে ললিতা দেবী জানান, 'আমাদের বউমা শ্রীজাতা খুবই ভালো হয়েছে। ওদের ১ মার্চ রিসেপশন ছিল কলকাতায়।'
কারা কারা এসেছিলেন সৌরদীপ শ্রীজাতার রিসেপশনে?
তাঁদের এদিনের এই রিসেপশন পার্টি কলকাতার একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয়। সেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী, অরিন্দম শীল, দেবনাথ চট্টোপাধ্যায়, অনীক দত্ত, সুদেষ্ণা রায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ যাঁকে সকলে তোপসে বলেই চেনেন, প্রমুখ। রায় পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই যে এদিনের পার্টিতে আমন্ত্রণ ছিল বলার অপেক্ষা রাখে না।
সৌরদীপ রায় পেশায় আলোকচিত্রী। তিনি তাঁর বাবার প্রায় সমস্ত ছবিতেই কাজ করেছেন। এমনকি আগামী নয়ন রহস্যতেও কাজ করেছেন তিনি। এখনও মুক্তি পায়নি ফেলুদার সেই ছবি।