1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2024, 05:00 AM ISTSritama Mitra
লাবড়া রান্নার জন্য উপকরণ হল- মিষ্টি আলু, পেঁপে, কুমড়ো, ফুলকপি, আলু, নারকেল কোড়া, ভাজা মশলা, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, হলুদ গুঁড়ো, বড়ি, নুন, চিনি, তেল। এরপর দেখে নিন রেসিপি।
খিচুড়ির সাথে বানিয়ে ফেলুন লাবড়া।
কোজাগরী লক্ষ্মীপুজো মানেই খিচুড়ি আর লাবড়া। তবে শত চেষ্টা করেও মা-ঠাকুমার হাতে তৈরি লাবড়া ঠিক সহজে করা যায় না। পাকা হাতের রান্নার মতো করে লাবড়া রান্না করতে গেলে কয়েকটি টিপস মাথায় রাখলেই চলবে। রান্না শুরুর আগে কী করতে হবে, আর রান্নার শেষ পর্যায়ে গিয়ে কী করতে হবে, সেই ধারণা স্পষ্ট থাকলেই লাবড়ায় ফুল মার্কস পেয়ে যেতে পারেন আপনি! দেখে নিন রেসিপি।