বর্তমানে গন্তব্যে যেতে অনেকেই গুগল ম্যাপে ভরসা করেন। এবার থেকে অ্যাপে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় বদল আসছে ম্যাপে আঞ্চলিক সীমার ফিচারে। ২০২৪ সাল থেকে মিলবে এই সুবিধা। নতুন বছরে নতুন আপডেট আসবে। সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোনে সুবিধাগুলি থাকবে বলে জানিয়েছে গুগল। সাধারণত রাস্তা চেনার ক্ষেত্রে ভারতে বিভিন্ন ল্যান্ডমার্ককে চিনে রাখেন অনেকে। যেমন কোনও দোকান, পার্ক ইত্যাদি। ভারতীয়দের এই অভ্যাসের কথা জানতে পেরেছে গুগলের সার্চ ইঞ্জিন। সেই মতোই সাজানো হয়েছে নতুন সুবিধাগুলি।
ঠিকানা খুঁজে দেবে গুগল!
কাউকে ঠিকানা চিনিয়ে দেওয়ার জন্য অনেকেই ছোট ছোট ল্যান্ডমার্কের সাহায্য নেন। গুগলও এবার তাই করবে। মেশিন লার্নিং প্রযুক্তি দিয়ে এই ফিচার আনবে গুগল ম্যাপ। ম্যাপে যে ঠিকানা দেবেন তার নিকটবর্তী ৫টি ল্যান্ডমার্ক ও এরিয়ার নাম তুলে ধরবে গুগল। এতে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন ওই ঠিকানা আসলে কোন জায়গায়। গোটা প্রক্রিয়াটি কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে । এই ল্যান্ডমার্ক শেয়ারও করা যাবে।
গুগলেই Where is My Train অ্যাপ থাকবে এবার। নতুন ফিচার যোগ হয়েছে। কলকাতা ও মুম্বই লোকাল ট্রেনের লাইভ লোকেশন দেয় এই অ্যাপ। ২০২৪ সাল থেকে সেই লাইভ লোকেশন পেয়ে যাবেন এখানেই। এছাড়াও লাইভ ওয়াক অ্যাসিস্ট্যান্সও যোগ হচ্ছে। অর্থাৎ পা ফেলা মাত্রই নেভিগেশন কাজ করতে শুরু করবে। হাঁটতে শুরু করলে ফোনের ডিসপ্লেতে অ্যারো দেখাবে। যা বলে দেবে কোন দিকে যেতে হবে। ঘুরলেই ভাইব্রেট হবে ফোন। এই ফিচারের অধীনে ৩০০০ সাইটস যোগ করেছে গুগল।
ফুয়েল সেভিং টিপস দেবে গুগল
জ্বালানি বাঁচাতে চান? গুগলের নতুন ফিচার শুনলে খুশি হবেন আপনি। কোন রাস্তা দিয়ে গেলে দ্রুত পৌঁছতে পারবেন তা বলে দেবে গুগল। পাশাপাশি গাড়ির ইঞ্জিন অনুযায়ী নির্দিষ্ট রুটে কত জ্বালানি দক্ষতা পাবেন তাও জানাবে গুগল। এখানেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লাইভ ট্রাফিক আপডেট থাকবে। পাশাপাশি রুটের অন্যান্য তথ্য জানাবে গুগল।