চার দশকে প্রথমবারের মতো ভারতে সর্বাধিক বিক্রি হওয়া গাড়ি মারুতি সুজুকির কোনও মডেল নয়। ২০২৪ সালে এই মুকুট উঠেছে টাটা পাঞ্চের মাথায়। ২০২৪ সালে ২ লাখ ৩০টি টাটা পাঞ্চ বিক্রি হয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মারুতি সুজুকির ওয়াগন আর। এই মডেলের গাড়ি ২০২৪ সালে বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯১টি। উল্লেখ্য, এর আগে টানা ৪০ বছর ভারতে সর্বাধিক বিক্রি হওয়া গাড়ি কোনও না কোনও মারুতি সুজুকির মডেল হত। তবে চার দশক পর টাটা-র ধাক্কায় গদিচ্যুত হল মারুতি সুজুকি। এর আগে স্বাধীনতার পরে প্রায় টানা তিন দশক হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডর সেই জায়গা দখল করে ছিল। (আরও পড়ুন: মেট্রোর কাজের 'শেষের শুরু' বউবাজারের মাটির নীচে, বছরের শুরুতেই রইল বড় আপডেট)
আরও পড়ুন: ভারতের 'কবল' থেকে নিজেদের এলাকা উদ্ধার করল বাংলাদেশ, দাবি BGB-র
এদিকে ২০২৪ সালের সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকায় তৃতীয় স্থানে আছে মারুতি আর্টিগা। এই মডেলের গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯১টি। এরপরই দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মারুতি ব্রেজ্জা। এই মডেলের ১ লাখ ৮৮ হাজার ১৬০টি গাড়ি বিক্রি হয়েছে এই বছর। আর এই তালিকায় পঞ্চম স্থানে আছে হুন্ডাইয়ের ক্রেটা। এই বছর ভারতে ১ লাখ ৮৬ হাজার ৯১৯টি ক্রেটা বিক্রি হয়েছে। (আরও পড়ুন: ৫০ বছর পর প্রকাশ্যে মুজিব হত্যাকারী মেজর ডালিম, নবপ্রজন্মকে জানালেন 'লাল সেলাম')
আরও পড়ুন: ওপার থেকে এপারে অনুপ্রবেশের সময় BGB-র জালে ৪ হিন্দু সহ ৮ বাংলাদেশি, মিলল আধার
এদিকে টাটা মোটোরসের প্যাসেঞ্জার ভেহিকেল এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটির ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেন, '২০২৪ সালে আমরা সব মিলিয়ে মোট ৫ লাখ ৬৫ হাজারটি গাড়ি বিক্রি করেছি। এই নিয়ে টানা চতুর্থ বছর আমরা রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি করেছি। আমাদের এসইউভি বিভাগে গাড়ি বিক্রি বেড়েছে। আমাদের এসইউভি বিক্রি প্রায় ১৯ শতাংশ বেড়েছে। টাটা পাঞ্চ বিক্রি হয়েছে প্রায় ২ লাখের বেশি। ২০২৪ সালে সেটাই ভারতের সর্বাধিক বিক্রি হওয়া মডেল।' (আরও পড়ুন: আগেই ঘোষণা করা হল ফল, ICMAI CMA ফাউন্ডেশনের রেজাল্ট দেখুন এখানে…)
এদিকে গত ২০১৮ সালে যেখানে ভারতের প্যাসেঞ্জার গাড়ির মার্কেটের ৫২ শতাংশই দখল করে ছিল মারুতি সুজুকি, সেখানে ২০২৪ সালে সেই মার্কেট শেয়ার কমে ৪১ শতাংশ হয়েছে। প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে মারুতি সুজুকি প্রথম থেকেই ভারতে ঝড় তুলেছে। প্রথমে তাদের মারুতি ৮০০ মডেল খুব জনপ্রিয় ছিল। এরপরেই মধ্যবিত্তের মন কেড়েছে মারুতি-র ওয়াগন আর, সুইফ, ডিজায়ার, অল্টোর মতো মডেল। তবে সাম্প্রতিককালে ভারতে 'প্রিমিয়াম ফিচার' যুক্ত গাড়ির বিক্রি বেড়েছে। এই আবহে এসইউভি-র বিক্রি দেশে বেড়েছে ৬৮ শতাংশ।