একটি মার্কিন সংস্থাকে কেন জবাবদিহি করতে হবে? তারাই বা সব ছেড়ে ভারতের সংস্থা নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চকেই পাল্টা প্রশ্ন করলেন ভারতীয়দের একাংশ। টুইটারে নতুন হ্যাশট্যাগ- IndiaStandsWithAdani-তে ঝড় তুললেন তাঁরা। একজন ভারতীয় বিশ্বের ধনীতমের দিকে এগোচ্ছেন, তা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছেন না- এমনও অভিযোগ তোলেন অনেকে। টুইটে কেউ কেউ গৌতম আদানিকে শিল্পপতি হিসাবে ভারতের গর্ব বলেও উল্লেথ করেন।
আর সেই কারণেই, শেয়ারের পতন হলেও এরই মধ্যে বেশ ভালই FPO করিয়ে নিল আদানি এন্টারপ্রাইজ। বড়, প্রাতিষ্ঠানিত বিনিয়োগকারীদের সমর্থনে মঙ্গলবার সম্পূর্ণ সাবস্ক্রাইব হয়ে যায় সংস্থার FPO । মান বাঁচে গৌতম আদানির।
গত সপ্তাহে বুধবার মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে তারা জানায়, ভারতের আদানি গ্রুপের শেয়ারগুলিতে তারা শর্ট পজিশনে খেলবে। কেন? কারণ তাদের তদন্তে অভিযোগ, আদানি গোষ্ঠী শেয়ার 'ম্যানিপুলেশন' করেছে। সেই কারণেই স্টকের অতিরিক্ত ভ্যালুয়েশন দাঁড়িয়েছে। আবার সংস্থার ঘাড়ে বিপুল অঙ্কের ঋণের বোঝাও রয়েছে। ফলে যে কোনও সময়ে 'অঘটন' ঘটতে পারে। ধস নামতে পারে শেয়ারে। সেই কারণে এই সংস্থায় শর্টে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে হিন্ডেনবার্গ।
তাদের এই রিপোর্টের পরপরই আদানি গোষ্ঠীর ৭ শেয়ারে ধস নামে। পরের ৩-৪ দিনে বাজার থেকে কার্যত ৬৮ বিলিয়ন মার্কিন ডলার হাওয়া হয়ে যায়। এর মধ্যে গৌতম আদানির ব্যক্তিগত মোট সম্পদের অঙ্কও প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পায়। বিশ্বের চতূর্থ ধনীতম থেকে একাদশ ধনীতমের স্থানে নেমে আসেন তিনি। আরও পড়ুন: এক রিপোর্টেই পতন শেয়ারে! বিশ্বের প্রথম ১০ ধনীর এলিট লিস্টের বাইরে গৌতম আদানি
তবে হিন্ডেনবার্গ রিসার্চের এই রিপোর্টের বিরুদ্ধে মুখ খুলেছে আদানি গোষ্ঠীও। রবিবার একটি বিবৃতিতে তারা জানায়, 'এটি ভারতের উপর একটি পরিকল্পিত হামলা। ভারতের স্বাধীনতা, সততা এবং ভারতীয় সংস্থাগুলির মানকে প্রশ্ন তোলা হচ্ছে। ভারতের এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আঘাত করা হচ্ছে।' আদানি গোষ্ঠীর এই পাল্টা বিবৃতির সমর্থনেও সোশ্যাল মিডিয়ায় অনেকে এগিয়ে আসেন।
যদিও এরও পাল্টা বিবৃতি দেয় হিন্ডেনবার্গ রিসার্ট। তারা জানায়, আসল যে প্রশ্নগুলি তোলা হয়েছে, যেমন স্টক দুর্নীতি এবং অতিরিক্ত ঋণ- সেই বিষয়গুলি নিয়ে তোনও উল্লেখই করছে না আদানি গোষ্ঠী। বরং জাতীয়তাবাদের মতো আবেগ দিয়ে উত্তর দেওয়া হচ্ছে। আরও পড়ুন: Adani FPO: বড় বিনিয়োগকারীদের সাহায্য, শেয়ার বাজারে ধসের মধ্যেও 'আরামসে' টাকা তুলে নিলেন আদানি
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক