৩১ মে কেরলে ঢোকার কথা ছিল বর্ষার। তবে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এদিন জানাল, ভারতে বর্ষা ঢুকবে দুই দিন পরে। অর্থাত্ এবার কেরলে বর্ষা ঢুকবে ৩ জুন। সাধারণত প্রতি বছর ১ জুন বর্ষা প্রবেশ করে কেরলে। এদিকে বাংলায় বর্ষা ঢুকতে পারে ৮ থেকে ১২ জুনের মধ্যে।সংক্রিয় এই মৌসুমি বায়ুর ফলে কেরল ও মাহে-তে বিচ্ছিন্নভাবে আগামী ৫ দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে বলা হয়েছে কর্নাটকের উপকূলে ১ জুন এবং ৩ জুন ভারী বৃষ্টি হবে। দক্ষিণ কর্নাটকের ভিতরের দিকে ২ জুন এবং ৩ জুন ভারী বৃষ্টি হবে।উল্লেখ্য, ইতিমধ্যেই কেরলে প্রাক বর্ষা বর্ষণ হচ্ছে কেরলে। এই আবহে এদিন মৌসম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বায়ু জোরদার হবে ১ জুন থেকে। যার জেরে কেরলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আর এই কারণে কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে ৩ জুন। এই সময়ে কেরলের এর্নাকুলাম, আলপুজ্জাহা, কোট্টায়াম, ইদুক্কি, তিরুবন্তপুরমে ভারী বৃষ্টিপাত জারি থাকবে।এদিকে কেরলের পাশাপাশি উত্তর ভারতের লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রাক বর্ষা বর্ষণ হচ্ছে। এই আবহে ৩ জুন কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। এরপর এই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গোয়ার দিকে এগিয়ে যাবে।এদিকে কেরলে বর্ষা দুই দিন পরে কেরলে ঢুকলেও এর প্রভাব বাংলার উপর পড়বে না বলে জানা গিয়েছে। বাংলায় বর্ষা ঢুকতে পারে ৮ থেকে ১২ জুনের মধ্যে। এদিকে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস, দেশে এবছর স্বাভাবিক বর্ষা হতে চলেছে।